বাংলারজমিন২৪.কম ডেস্ক –
জাহিদুল ইসলাম, কাঠালিয়া (ঝালকাঠি) প্রতিনিধিঃ
ঝালকাঠি কাঠালিয়ায় মালামাল বহনকারী ট্রলির চাপায় গনেশ দাস (৬০) নামের এক বৃদ্ধা নিহত হয়ছেনে। শনিবার সকালে কাঠালিয়া-আমুয়া সড়কের প্রযুক্তি নামকস্থানে এ ঘটনা ঘটে। নিহত গনেশ উপজেলার উত্তর আমুয়া গ্রামের যোগেন্দ্র দাসরে ছেলে। ব্যবসায়ী মিলন দাস জানান, গনেশ দাস আমুয়া বন্দরের অনিল দাসের মিষ্টির দোকানে কারিগরির কাজ করতেন। প্রতিদিনের মত শনিবার সকালে তিনি বাড়ি থেকে কর্মস্থল আমুয়া বন্দরে আসার পথে ট্রলির ধাক্কায় গুরুতর আহত হয়।
উপজলো স্বাস্থ্য কেন্দ্রের আবাসিক মেডিকেল অফিসার ডাঃ কামরুজ্জামান জানান, গুরুতর আহত অবস্থায় গনেশ দাসকে উপজলো স্বাস্থ্য কমপ্লেক্রো নিয়ে আসলে উন্নত চিকিৎসার জন্য তাকে বরিশাল শেরে-বাংলা মেডিকেল হাসপাতালে প্রেরণ করা হয়, পথমিধ্যেই সে মারা যায়।
#
জাহিদুল ইসলাম
কাঠালিয়া প্রতিনিধি