বাংলারজমিন২৪কম অনলাইন ডেক্স-কভিড ১৯ মহামারী করোনা পরিস্থিতিতে গণপরিবহন সহ সকল গাড়ি বন্ধ থাকার কারণে অনেক ড্রাইভার কর্মহীন অবস্থায় বেকার হয়ে পড়েন তাই উত্তরায় ৫১ নং ওয়ার্ডের সেচ্ছাসেবক দের নিজ উদ্যোগে এবং নিজ অর্থায়নে শতাধিক ড্রাইভার দের মাঝে ঈদের উপহার সামগ্রী বিতরণ করেন,, banglarjamin24.comএর উত্তরা প্রতিনিধি কাজী মেহেদী হাসান সহ-স্বেচ্ছাসেবক কর্মীরা হলেন, আবুল হোসেন মোমিন,পারভেজ গাজী শাকিল, আশিক, অলিউর রহমান, হাবিবুর রহমান।