বাংলারজমিন২৪কম অনলাইন ডেক্স- কুমিল্লার লাকসাম দৌলতগঞ্জ বাজারকে ঘিরে ছিল করোনা ঝুঁকির যথেষ্ট আশঙ্কা। ঈদকে সামনে রেখে গত কয়েকদিন থেকে এ বাজারে প্রতিদিন লাখো মানুষের আগমন ঘটে।
ক্রেতা-বিক্রেতারা স্বাস্থ্যবিধি না মানায় আজ বৃহস্পতিবার থেকে বাজারের জরুরি পণ্যের দোকান ছাড়া মার্কেট, শপিংমল ও বিপনি বিতান সমূহ বন্ধ ঘোষণা করা হয়েছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এ.কে.এম সাইফুল আলম এক গণবিজ্ঞপ্তিতে এ ঘোষণা দেন।
লাকসাম উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও করোনা সংক্রমণ প্রতিরোধ কমিটির সভাপতি এ.কে.এম সাইফুল আলম জানান, করোনা সংক্রমের ঝুঁকির বিষয়টি বিবেচনায় নিয়ে জরুরি সভার সিদ্ধান্তক্রমে আজ বৃহস্পতিবার (২১ মে) থেকে দৌলতগঞ্জ বাজারের নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্র, কৃষিপণ্য ও ওষুধ দোকান ছাড়া সকল মার্কেট, শপিংমল ও বিপনি বিতান বন্ধ রাখার নির্দেশনা দেয়া হয়েছে। করোনা সংক্রমণ থেকে রক্ষা পেতে তিনি সকলকে স্বাস্থ্যবিধি মেনে বাসা-বাড়িতে থাকার পরামর্শ দেন।