বাংলারজমিন২৪কম ডেক্স- করোনা ভাইরাসের বিস্তার ঠেকাতে চার দফায় ২৬ মার্চ থেকে ২৫ এপ্রিল পর্যন্ত সাধারণ ছুটি ঘোষণা করেছে সরকার। এ সময় সরকারি-বেসরকারি সব প্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করা হয়েছে। সরকারি ছুটির সঙ্গে সমন্বয় করে দেশের অন্যতম ইলেক্ট্রনিকস কোম্পানি নিপ্পন গ্রুপ বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে ।
শুক্রবার বাংলারজমিন২৪কমকে এ তথ্য জানান প্রেসিডেন্ট ইলেক্ট্রনিকস ইন্ডাঃলিঃ এর ব্যবস্থাপনা পরিচালক জনাব-এম,এ,কাশেম পাপ্পু (নিপ্পন গ্রুপ)
প্রেসিডেন্ট ইলেক্ট্রনিকস – Manager বলেন, কোম্পানির চেয়ারম্যানের সিদ্ধান্ত অনুযায়ী ১৪ এপ্রিল পর্যন্ত সমগ্র বাংলাদেশের কার্যক্রম বন্ধ রাখার সিদ্ধান্ত হয়েছিল, তার সময়সীমা ২৫ এপ্রিল পর্যন্ত বাড়ানো হয়েছে।
সরকার সাধারণ ছুটি ২৫ এপ্রিল পর্যন্ত বাড়িয়ে দেয়ায় নির্দেশনা অনুযায়ী সকল অফিসারদের কার্যক্রম বন্ধ রাখার আহ্বান জানানো হয়েছে।
আরো পড়ুন : সাধারণ ছুটির মেয়াদ আগামী ২৫ এপ্রিল পর্যন্ত বাড়ানো হয়েছে।
করোনা মহামারির এ সংকটময় পরিস্থিতিতে সবাইকে ধৈর্যে ধারণে আহ্বান জানিয়ে প্রেসিডেন্ট ইলেক্ট্রনিকস ইন্ডাঃ লিঃ এর ব্যবস্থাপনা পরিচালক জনাব-এম,এ,কাশেম পাপ্পু ( নিপ্পন গ্রুপ)। সবার দৃষ্টি আকর্ষণ করেন। সেই সাথে সবাইকে বাসায় থাকার পরামর্শ দিয়েছেন।
কোম্পানি ওয়েব সাইট–www.presidentbd-career.com/presidentbd.com/nipponworldbd.com