মাহমুদ আল আজাদ, হাটহাজারী(চট্টগ্রাম)প্রতিনিধিঃ-
পড়ালেখার পাশাপাশি বাচ্চাদের বিনোদন ও খেলাধুলায় উৎসাহিত করতে হাটহাজারী উপজেলা নির্বাহী চৌকস অফিসার রুহুল আমিনের ভিন্ন উপহার দিয়ে তাক লাগিয়ে দিলেন ছাত্র-ছাত্রীদের । বুধবার(৪ ডিসেম্বর) সকালে আকস্মিক স্কুল পরিদর্শনে হাটহাজারী উপজেলার গড়দুয়ারা কেন্দ্রীয় সরকারী প্রাথমিক বিদ্যালয়ে ছাত্রদের পড়ালেখার খুঁজ-খবর নিতে গিয়ে ছাত্র-ছাত্রীদের ফুটবল উপহার দেন। যাতে করে ছোট ছোট শিশুরা স্কুল মুখি হয়ে পড়ালেখার দিকে ঝুঁকে। তাহলেই আজকের শিশুরা শিক্ষা থেকে বঞ্চিত ও বিপদগামী হবেনা। শিক্ষার্থীদের সুস্থ বিনোদন হল খেলাধুলা। তাদের অভিবাকরা যদি নিয়মিত বিদ্যালয়ে পাঠান তাহলে পড়ালেখার পাশাপাশি খেলাধুলার বিনোদনে শিক্ষকরা তাদের অভ্যাস্থ করবে।
উপজেলা নির্বাহী অফিসার রুহুল আমিন প্রতিবেদককে বলেন, এ উপজেলার প্রত্যেক স্কুলগুলোতে শিক্ষার্থীদের পড়ালেখার প্রতি আগ্রহ বাড়াতে কিছু বিনোদনের প্রয়োজন। এরা ছোট শিশু, তাদের এখন আমরা যেদিকে অভ্যাস করাবো তারা সেদিকেই ঝুঁকবে। কোন বিপদগামী হবেনা। বিদ্যালয়মুখি করতে শিশু শিক্ষার্থীদেরকে পড়াশোনার পাশাপাশি খেলাধুলা ও বিনোদনের বিকল্প নেই।তিনি আরো বলেন,উপজেলার যেসব প্রাইমারি স্কুলে খেলার মাঠ আছে সেসব স্কুলের শিক্ষার্থীদের জন্য উপজেলা নির্বাহী অফিসারের পক্ষ থেকে সারপ্রাইজ ভিজিটে উপহার দেয়া হবে ফুটবল। একইদিনে গড়দুয়ারা কেন্দ্রীয় সরকারী বিদ্যালয়ের পাশাপাশি একই দিনে সন্দীপ পাড়া প্রাথমিক বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদেরকে ফুটবল উপহার দেয়া হয়।