ইবি থেকে: ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) বায়োটেকনোলজি অ্যান্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং বিভাগের সহযোগী অধ্যাপক ড. মো. আবু হেনা মোস্তফা জামাল বিশ্ববিদ্যালয়ের প্রেস প্রশাসক হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন।
মঙ্গলবার (৩ ডিসেম্বর) দুপুরে প্রিন্টিং প্রেস অফিসে সদ্য সাবেক প্রেস প্রশাসক অধ্যাপক ড. মো. হাবিবুর রহমানের নিকট থেকে তিনি এ দায়িত্ব গ্রহণ করেন।
দায়িত্ব গ্রহণকালে উপস্থিত ছিলেন, শাপলা ফোরামের সভাপতি ও পরিবহন প্রশাসক অধ্যাপক ড. মো. রেজওয়ানুল ইসলাম এবং সাধারণ সম্পাদক ও সিন্ডিকেট সদস্য অধ্যাপক ড. মো. মাহবুবর রহমান।
উল্লেখ্য, বাংলা বিভাগের সিনিয়র অধ্যাপক ড. মো. হাবিবুর রহমান বিশ্ববিদ্যালয়ের প্রেস প্রশাসক দায়িত্ব পালনের মেয়াদ শেষ হওয়ায় গত ২৪ নভেম্বর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. হারুন উর রশিদ আসকারী আগামী এক বছরের জন্য তাকে এই পদে নিয়োগ দেন ।