ঢাকা , শনিবার, ২১ ডিসেম্বর ২০২৪ , ৭ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

প্যারিসে এক জমকালো অনুষ্ঠানে মেসির হাতে তুলে দেওয়া হয় তার অষ্টম ব্যালন ডি'অর ট্রফি।

ব্যালন ডি'অর জেতা; কত পয়েন্ট পেলেন মেসি?

বাংলার জমিন ডেস্ক :
আপলোড সময় : ০৪-১১-২০২৩ ১০:৩২:০৮ পূর্বাহ্ন
আপডেট সময় : ০৪-১১-২০২৩ ১০:৩২:০৮ পূর্বাহ্ন
ব্যালন ডি'অর জেতা; কত পয়েন্ট পেলেন মেসি? ফাইল ছবি :
লিওনেল মেসি আশানুরূপ ২০২৩ ব্যালন ডি'অর জিতেছেন। বাংলাদেশ সময় ৩০ অক্টোবর প্যারিসে এক জমকালো অনুষ্ঠানের পর মেসির হাতে তুলে দেওয়া হয় তার অষ্টম ব্যালন ডি'অর ট্রফি। অতীত ও বর্তমানের অনেকেই এই পুরস্কারের সমালোচনা করেছেন। কিন্তু বড় ব্যবধানে ব্যালন জিতেছেন মেসি।

পুরস্কার অনুষ্ঠানের কয়েকদিন পর প্রকাশিত পয়েন্ট তালিকা অনুযায়ী লা পুলগা নিকটতম প্রতিদ্বন্দ্বী আরলিং হাল্যান্ডের থেকে ১০৫ পয়েন্ট এগিয়ে ছিল। আর তার সাবেক সতীর্থ এমবাপ্পের আছে আরও ১৯২ পয়েন্ট।

২০২৩ সালে ব্যালন ডি'অর জেতার পথে মেসির 462 পয়েন্ট রয়েছে। অন্যদিকে, হল্যান্ড পেয়েছে 357 পয়েন্ট। তৃতীয় এমবাপ্পে ২৭০ পয়েন্ট এবং কেভিন ডি ব্রুইন ১০০ পয়েন্ট পেয়েছেন। ষষ্ঠ হয়েছেন ব্রাজিলিয়ান সুপারস্টার ভিনিসিয়াস। তার পয়েন্ট ৪৯। আর ৫ম স্থানে থাকা রদ্রি পেয়েছে ৫৭ পয়েন্ট।

নিউজটি আপডেট করেছেন : Banglar Jamin

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ