ঢাকা , শনিবার, ২১ ডিসেম্বর ২০২৪ , ৭ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

নাসিরনগরে পুলিশের উপর হামলা ও ককটেল বিস্ফোরণের অভিযোগে ৩৪ জনের বিরুদ্ধে মামলা, ১৭ জন আটক

বাংলার জমিন ডেস্ক :
আপলোড সময় : ৩০-১০-২০২৩ ০৬:১৩:১২ অপরাহ্ন
আপডেট সময় : ৩০-১০-২০২৩ ০৬:১৯:০৭ অপরাহ্ন
নাসিরনগরে পুলিশের উপর হামলা ও ককটেল বিস্ফোরণের অভিযোগে ৩৪ জনের বিরুদ্ধে মামলা, ১৭ জন আটক ফাইল ছবি :

ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে ককটেল বিস্ফোরণ ও পুলিশের ওপর হামলার অভিযোগে বিএনপির নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা হয়েছে। রোববার রাতে পুলিশের এসআই লিটন ঘোষ বাদী হয়ে নাসিরনগর থানায় এ মামলা করেন। মামলায় ৩৪ জনের নাম উল্লেখ ছাড়াও অজ্ঞাত আরও ১২০ জনকে আসামি করা হয়েছে। বিএনপির ১৭ নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

সোমবার সকালে নাসিরনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সোহাগ রানা জানান, রোববার ভোরে বিএনপির শতাধিক নেতাকর্মী ককটেল ও দেশীয় অস্ত্র নিয়ে রাস্তায় যানচলাচলে বাধা সৃষ্টি করে। পুলিশ এগিয়ে গেলে তাদের লক্ষ্য করে ককটেল বিস্ফোরণ ও ইটপাটকেল নিক্ষেপ করে তারা। এ সময় পুলিশের ছয় সদস্য আহত হন। গত দুই দিনে বিস্ফোরক দ্রব্য ও দেশীয় অস্ত্রসহ উপজেলা বিএনপির ১৭ নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানান ওসি।


মামলা সূত্রে জানা গেছে, রোববার ভোর সাড়ে ৫টার দিকে নাসিরনগর-সরাইল মহাসড়কের কুলিকুন্ড মোড়ে প্রায় শতাধিক বিএনপি ও জামায়াতের নেতাকর্মী দেশীয় অস্ত্র ও ককটেল বিস্ফোরণ ঘটিয়ে যানচলাচলে বাধা সৃষ্টি করে। খবর পেয়ে ঘটনাস্থলে গেলে পুলিশকে লক্ষ্য করে ককটেল নিক্ষেপ করে তারা। এ সময় পুলিশের ছয় সদস্য আহত হন। পরে তাদের স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। এ ছাড়াও ঘটনাস্থল থেকে চারটি অবিস্ফোরিত ককটেল ও বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়।

আহত পুলিশ সদস্যরা হলেন- এএসআই মো কামরুল হোসেন, রিয়াজ উদ্দিন, লুৎফুর রহমান, শফিকুল ইসলাম, আল আমিন ও নিজাম।

উপজেলা বিএনপির সভাপতি এম এ হান্নান নির্দোষ দাবি করে বলেন, ‘ সাজানো নাটকে নেতাকর্মীদের বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়েছে পুলিশ।’

প্রদীপ কুমার দেবনাথ,
জেলা প্রতিনিধি (ব্রাহ্মণবাড়িয়া)।।

 

নিউজটি আপডেট করেছেন : Banglar Jamin

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ