ঢাকা , মঙ্গলবার, ০৩ ডিসেম্বর ২০২৪ , ১৯ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ

ফারমার্স ব্যাংক দুর্নীতি মামলায় বাবুল চিস্তিসহ তিনজনের কারাদণ্ড

বাংলার জমিন ডেস্ক :
আপলোড সময় : ৩০-১০-২০২৩ ০৪:৩৯:৪২ অপরাহ্ন
আপডেট সময় : ৩০-১০-২০২৩ ০৪:৩৯:৪২ অপরাহ্ন
ফারমার্স ব্যাংক দুর্নীতি মামলায় বাবুল চিস্তিসহ তিনজনের কারাদণ্ড ফাইল ছবি :
ঢাকার একটি আদালত আজ ফারমার্স ব্যাংকের অডিট কমিটির সাবেক চেয়ারম্যান বাবুল চিশতী ও তার ছেলে রাশেদুল হক চিশতীকে দুর্নীতির মামলায় ১২ বছরের কারাদণ্ড দিয়েছেন।

এ মামলায় বাবুল চিস্তির স্ত্রী রোজী চিশতী ও ব্যাংকের সাবেক ভাইস প্রেসিডেন্ট মাসুদুর রহমান খানকেও পাঁচ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত।

ঢাকার বিশেষ জজ আদালত-৪-এর বিচারক সৈয়দ আরাফাত হোসেন বাবলু ও রাশেদুলের উপস্থিতিতে এ রায় দেন এবং তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন।

এছাড়া বাবলু, রোজি ও তাদের ছেলে রাশেদুলকে আত্মসাতের দ্বিগুণ অর্থ জরিমানা করেছে আদালত। অন্যদিকে মাসুদুর রহমানকে ১০ লাখ টাকা জরিমানা, অনাদায়ে আরও এক বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে।

তাদের সব সম্পত্তি রাষ্ট্রের পক্ষে বাজেয়াপ্ত করারও নির্দেশ দিয়েছে আদালত।

এর আগে ২০১৮ সালের ১০ই  এপ্রিল গুলশান থানায় ১৬০ কোটি টাকা আত্মসাতের অভিযোগে মানি লন্ডারিং প্রতিরোধ আইন, ২০১২ এর অধীনে মামলাটি করে দুদক।
 
চারজনের মধ্যে রোজী ও মাসুদুর বর্তমানে জামিনে রয়েছেন।basos

নিউজটি আপডেট করেছেন : Banglar Jamin

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ