ঢাকা , বৃহস্পতিবার, ০২ জানুয়ারী ২০২৫ , ১৯ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

আজ মহালয়া,মন্দিরে চলছে দেবী দুর্গার আগমনি বার্তা।

বাংলার জমিন ডেস্ক :
আপলোড সময় : ১৪-১০-২০২৩ ০৭:৪৯:১১ অপরাহ্ন
আপডেট সময় : ১৪-১০-২০২৩ ০৭:৪৯:১১ অপরাহ্ন
আজ মহালয়া,মন্দিরে চলছে দেবী দুর্গার আগমনি বার্তা।
আজ মহালয়া। কৃষ্ণপক্ষের অবসান এবং শুক্লপক্ষ বা দেবীপক্ষের শুরু প্রকৃতিতে জানান দিল, দেবী দুর্গার মর্ত্যে আসার আগমনি বার্তা।

মন্দিরে মন্দিরে চলছে দেবী দুর্গার আগমনি বার্তা। বছর ঘুরে আবারও আসছেন দুর্গতিনাশিনী দশভুজা দেবী দুর্গা। মহালয়ার ঘট স্থাপনের মধ্য দিয়ে শুরু হতে যাচ্ছে বাঙালি সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব শারদীয় দুর্গা পূজা।


পুরাণমতে, এ দিন মা দুর্গা কৈলাসের শ্বশুরালয় থেকে পিতৃগৃহ মর্ত্যে আগমন করবেন। পঞ্জিকামতে, এবার ঘোড়ায় চেপে ধরাধামে আসছেন দেবী দুর্গা। যা খুব একটা শুভ বার্তা দেয় না। দেবীর আগমন ঘোটকে বা ঘোড়ার হওয়ায় তা 'ছত্রভঙ্গ'- র ইঙ্গিত দেয়। ফলে দেবীর আগমন কাল ধ্বংস ও অস্থিরতার বার্তাবহক।

এবার দেবীর গমনও রয়েছে ঘোটকে। যার ফলও অশুভ। যা ওই সময়ে ছত্রভঙ্গ পরিস্থিতির ইঙ্গিত দেয়।

এদিকে মণ্ডপগুলোতে চলছে দুর্গা প্রতিমা তৈরির শেষ সময়ের ব্যস্ততা। ২০ অক্টোবর মহাষষ্ঠীর মধ্যদিয়ে শুরু হবে দুর্গাপূজা। আর ২৪ অক্টোবর বিজয়া দশমীতে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হবে শারদীয় দুর্গোৎসব।

এবার ঢাকা মহানগরীতে পূজা হচ্ছে ২৪৫টি। সারা দেশে ৩২ হাজার ১৬৩টি মন্দিরে দুর্গাপূজা হবে। এ হিসেবে গত বছরের চেয়ে এ বছর ২৪০টি বেশি পূজা মণ্ডপ হচ্ছে সারা দেশে।

নিউজটি আপডেট করেছেন : Banglar Jamin

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ