ঢাকা , শনিবার, ২১ ডিসেম্বর ২০২৪ , ৭ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

সেমির ৪ দল বেছে নিয়েছেন ভারতের সাবেক ক্রিকেটার শচীন টেন্ডুলকার।

অস্ট্রেলিয়াকে নিয়ে বাজি ধরেছেন লিটল মাস্টার

বাংলার জমিন ডেস্ক :
আপলোড সময় : ০৬-১০-২০২৩ ০৭:১৩:৩৩ অপরাহ্ন
আপডেট সময় : ০৬-১০-২০২৩ ০৭:১৩:৩৩ অপরাহ্ন
অস্ট্রেলিয়াকে নিয়ে বাজি ধরেছেন লিটল মাস্টার ফাইল ছবি :
ইতোমধ্যে মাঠে গড়িয়েছে ২০২৩ ওয়ানডে বিশ্বকাপ। উদ্বোধনী ম্যাচে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ইংল্যান্ডকে উড়িয়ে দিয়েছে নিউজিল্যান্ড। এতে চলতি আসরের সেমিফাইনালিস্ট নিয়ে নানা হিসাব-নিকাশ শুরু হয়ে গেছে। এর আগেই চলমান আইসিসি মেগা ইভেন্টের সেমির ৪ দল বেছে নিয়েছেন ভারতের সাবেক ক্রিকেটার শচীন টেন্ডুলকার।

ক্রিকেট পাকিস্তানের এক প্রতিবেদনে এসব তথ্য পাওয়া গেছে। এতে বলা হয়, ক্রিকেট মহাযজ্ঞের প্রথম ম্যাচে মাঠে ট্রফি আনেন শচীন। সেসময় শেষ চারের দল বাছাই করেন তিনি। তার মতে, দেশের মাটিতে ২০১১ সালের পুনরাবৃত্তি করবে ভারত। এ বছর শিরোপা জিতবে টিম ইন্ডিয়া।

নেপথ্য কারণ দেখিয়ে শচীন বলেন, সাম্প্রতিক সময়ে আমাদের দল দুর্দান্ত ক্রিকেট খেলছে। মূলত সেই কারণেই এ আশা করছি আমি। সমসাময়িক পারফরম্যান্স ধরে রাখতে পারলে অবশ্যই এবারও সফল হবে ভারতীয় দল।

চলতি আসরে অস্ট্রেলিয়াকে নিয়ে বাজি ধরেছেন লিটল মাস্টার। তিনি বলেন, বর্তমান অজি দলে অনেক অলরাউন্ডার আছে। তারা বেশ দক্ষ। তাদের দলটি ভারসাম্যপূর্ণ্য। ফলে সেকেন্ড ফাইনালে নাম লেখাতে পারে তারা।

ভারতীয় কিংবদন্তি মনে করেন, শেষ চারে খেলার দারুণ সম্ভাবনা আছে ইংল্যান্ডের। ইংলিশদের এ বছরের টিমও বেশ শক্তিশালী। তাদের একাধিক গতিতারকা আছে। অনেক অভিজ্ঞ ক্রিকেটার রয়েছে। ওদের দলটি প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ।

তিনি বলেন, সেমিফাইনালে শেষ দল হিসেবে নিউজিল্যান্ডকে রাখব আমি। ২০১৫ ও ২০১৯ বিশ্বকাপের ফাইনালে খেলেছে তারা। বিশ্বচ্যাম্পিয়নশীপেও দুরন্ত পারফরম করেছে কিউইরা। ফলে ওদের এড়িয়ে যাওয়ার উপায় নেই।

নিউজটি আপডেট করেছেন : Banglar Jamin

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ