প্রতি ভরি স্বর্ণের দাম  ৯৮ হাজার ২১১ টাকা।
                                
                                
                                    ২২ ক্যারেট মানের স্বর্ণের দাম কমছে ১৫০ টাকা
                                
                                
                                
                                    
                                        
                                            
                                                  বাংলার জমিন ডেস্ক :  
                                                
                                                     আপলোড সময় : 
                                                      
                                                                                                              ৩০-০৯-২০২৩ ০৮:৪৬:১১ অপরাহ্ন
                                                        
                                                
  
                                                
                                                     আপডেট সময় : 
                                                                                                            ৩০-০৯-২০২৩ ০৮:৪৬:১১ অপরাহ্ন
                                                       
                                                
 
                                             
                                         
                                        
                                        
                                     
                                 
                             
                            
                                
                                 ফাইল ছবি 
                             
                            
                            
                            
                                তিন দিনের মাথায় আবারও কমলো স্বর্ণের দাম। প্রতি গ্রাম ২২ ক্যারেট মানের স্বর্ণের দাম কমছে ১৫০ টাকা। সেই হিসাবে নতুন দামে প্রতি ভরি স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছে ৯৮ হাজার ২১১ টাকা। এর আগে প্রতি ভরিতে দাম ছিল ৯৯ হাজার ৯৬০ টাকা। অর্থাৎ প্রতি ভরিতে দাম কমলো এক হাজার ৭৪৯ টাকা। নতুন এ দাম কার্যকর হবে আগামী এক অক্টোবর থেকে।
শনিবার সন্ধ্যায় বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।  এর আগে বুধবার (২৭ সেপ্টেম্বর) স্বর্ণের দাম কমিয়ে ছিল বাজুস। 
বিজ্ঞপ্তিতে জানানো হয়, স্থানীয় বাজারে তেজস্বী সোনার দাম কমায় সার্বিক পরিস্থিতি বিবেচনায় বাজুস স্বর্ণের নতুন দাম নির্ধারণ করেছে।
নতুন মূল্য অনুযায়ী সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) সোনার দাম হবে ৯৮ হাজার ২১১ টাকা। ২১ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম ৯৩ হাজার ৭৭৯ টাকা, ১৮ ক্যারেটের ৮০ হাজার ৩৬৫ টাকা এবং সনাতন পদ্ধতির সোনার দাম ৬৬ হাজার ৯৫১ টাকা নির্ধারণ করা হয়েছে। 
এদিকে অপরিবর্তীত রয়েছে রূপার দাম। ক্যাটাগরি অনুযায়ী বর্তমানে ২২ ক্যারেটের রূপার দাম (ভরি) এক হাজার ৭১৫ টাকা, ২১ ক্যারেটের দাম এক হাজার ৬৩৩ টাকা, ১৮ ক্যারেটের দাম এক ৪০০ টাকা এবং সনাতন পদ্ধতির রূপার দাম এক হাজার ৫০ টাকা।
 
                            
নিউজটি আপডেট করেছেন : Banglar Jamin
                                
                
 
 কমেন্ট বক্স