ঢাকা , বুধবার, ১৫ জানুয়ারী ২০২৫ , ২ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ

দুইটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে এক কৃষকের মৃত্যু

বাংলার জমিন ডেস্ক :
আপলোড সময় : ২২-০৯-২০২৩ ০৮:০৬:৪১ অপরাহ্ন
আপডেট সময় : ২২-০৯-২০২৩ ০৮:০৬:৪১ অপরাহ্ন
দুইটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে এক কৃষকের মৃত্যু ফাইল ছবি :
রাজবাড়ীর কালুখালীতে দুইটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে এক কৃষকের মৃত্যু হয়েছে। শুক্রবার সকাল আটটার দিকে কালুখালী উপজেলার মাঝবাড়ি ইউনিয়ন পরিষদ এলাকার প্রধান সড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত কৃষক রকিবুল ইসলাম রঞ্জু (৩৫) কালুখালী উপজেলার চর কুলটিয়া গ্রামের আমজাদ হোসেনের ছেলে।

নিহতের বড় ভাই জহিরুল ইসলাম জানান, তার ছোটভাই রঞ্জু সকালের দিকে জরুরী কাজে নিজেই মোটরসাইকেল চালিয়ে বাজারের যাওয়ার জন্য বাড়ি থেকে বের হন। পরে জানতে পারেন দুইটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে তার ভাই গুরুতর আহত হয়েছেন। পরে ঘটনাস্থলে গিয়ে মুমূর্ষু অবস্থায় তাকে উদ্ধার করে কালুখালী হাসপাতালে নিয়ে যান। সেখানে তার অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তর করেন। সেখানে জরুরী বিভাগের দায়িত্বরত চিকিৎসক দুপুর পৌনে একটার দিকে তাকে মৃত ঘোষণা করেন।

মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে খুঁটিতে ধাক্কা, শিক্ষার্থী নিহতমোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে খুঁটিতে ধাক্কা, শিক্ষার্থী নিহত
কালুখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রাণবন্ধু চন্দ্র বিশ্বাস জানান, দুইটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষের বিষয়টি শুনেছি। তবে কেউ থানায় কোনো অভিযোগ করেনি। অভিযোগ পেলে আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।eatt/or

নিউজটি আপডেট করেছেন : Banglar Jamin

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ