ঢাকা , মঙ্গলবার, ০৩ ডিসেম্বর ২০২৪ , ১৯ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ

দুই দিনে ২০০ কোটি

মুক্তির প্রথম দিন দুনিয়া জুড়ে প্রায় ১৩০ কোটি টাকা

বাংলার জমিন ডেস্ক :
আপলোড সময় : ১০-০৯-২০২৩ ০৫:৫২:০৭ অপরাহ্ন
আপডেট সময় : ১০-০৯-২০২৩ ০৫:৫২:০৭ অপরাহ্ন
মুক্তির প্রথম দিন দুনিয়া জুড়ে প্রায় ১৩০ কোটি টাকা ‘জওয়ান’–এ নয়নতারা। টুইটার থেকে
ভারতে এখন ‘জওয়ান’–ঝড়। সাত মাস আগে শাহরুখ খানের ‘পাঠান’ ছবির হাত ধরে বলিউডে আবার সুদিন ফিরে এসেছিল। কিন্তু কিং খানের ‘জওয়ান’ ভারতীয় ছায়াছবির ইতিহাসে নতুন সাফল্যের ইতিহাস লিখতে চলেছে। অ্যাটলি কুমার পরিচালিত ছবিটি মাত্র দুই দিনে ২০০ কোটি টাকা ব্যবসা করেছে। গত বৃহস্পতিবার শাহরুখের ‘জওয়ান’ ছবিটি মুক্তি পেয়েছে। আর এদিন দেশের কিছু অঞ্চলে জন্মাষ্টমী উপলক্ষে ছুটি ছিল। আর সেই ছুটির ফায়দা পুরোপুরি উঠিয়েছিল এই অ্যাকশনধর্মী ছবি। ‘জওয়ান’ মুক্তির প্রথম দিনেই হিন্দি ছায়াছবির ইতিহাসে নতুন নজির সৃষ্টি করেছিল। ওপেনিং ডেতে শুধু দেশীয় বক্স অফিস থেকে ৭৫ কোটি টাকা ব্যবসা করেছিল এই ছবি। কিং খানের ছবিটি মুক্তির দ্বিতীয় দিন, অর্থাৎ গত শুক্রবার বাংলাদেশি মুদ্রায় ৫০ কোটির বেশি আয় করেছে। ছবিটি মুক্তির প্রথম দিন দুনিয়াজুড়ে প্রায় ১৩০ কোটি টাকা ব্যবসা করেছে। আর মুক্তির দুই দিনে ‘জওয়ান’ দেশ আর বিদেশ মিলিয়ে ২০০ কোটির অঙ্ক হাসতে হাসতে পার করে ফেলেছে। এমনকি ‘জওয়ান’ হিন্দি ছবির ইতিহাসে সবচেয়ে বড় শুক্রবার নিয়ে এসেছে। এর আগে ‘কেজিএফ টু’ ছবির দখলে ছিল এই রেকর্ড। যশ অভিনীত এই প্যান ইন্ডিয়া ছবিটি ৪৬ দশমিক ৭৯ কোটি টাকা আয় করেছিল। আর প্রথম শুক্রবার ‘বাহুবলী টু’-এর আয় ছিল ৪১ কোটি। ‘গদার টু’ ৪০ কোটি এবং শাহরুখ খানের ‘পাঠান’ ৩৮ কোটি টাকা ব্যবসা করেছিল। তাই এ দৌড়ে ‘জওয়ান’ সবাইকে পেছনে ফেলে এগিয়ে গেছে। দেখা যাক, শনি ও রোববার আর কত নতুন নজির সৃষ্টি করে এই ছবি। ৭ সেপ্টেম্বর মুক্তি পেয়েছে ‘জওয়ান’ ছবিটি। শাহরুখ খান এই ছবিতে দ্বৈত চরিত্রে অভিনয় করেছেন। তাঁকে বাবা ও ছেলে দুই ভূমিকায় দেখা গেছে। অ্যাটলি কুমার পরিচালিত এই ছবিতে কিং খান ছাড়া আছেন বিজয় সেতুপতি, নয়নতারা, সানিয়া মালহোত্রা, ঋদ্ধি ডোগরা, প্রিয়ামণি, সুনীল গ্রোভার প্রমুখ। এ ছাড়া ছবিতে ক্যামিও হিসেবে দেখা গেছে দীপিকা পাড়ুকোন ও সঞ্জয় দত্তকে। সাধারণ মানুষ থেকে চিত্র সমালোচক সবাই ‘জওয়ান’-এর প্রশংসায় পঞ্চমুখ।

নিউজটি আপডেট করেছেন : Banglar Jamin

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ