দুর্নীতি মামলায় আত্মসমর্পণ করতে আদালতে হাজির হয়েছেন আমানুল্লাহ আমান।
বাংলার জমিন ডেস্ক :
আপলোড সময় :
১০-০৯-২০২৩ ০৪:১১:৩১ অপরাহ্ন
আপডেট সময় :
১০-০৯-২০২৩ ০৪:১১:৩১ অপরাহ্ন
ফাইল ছবি :
সাবেক তত্ত্বাবধায়ক সরকারের আমলে করা দুর্নীতি মামলায় আত্মসমর্পণ করতে আদালতে হাজির হয়েছেন বিএনপির ভাইস চেয়ারম্যান ও চেয়ারপার্সনের উপদেষ্টা আমানুল্লাহ আমান। রোববার (১০ সেপ্টেম্বর) বেলা ১২টা ১৫ মিনিটের দিকে কর্মী-সমর্থকদের সঙ্গে নিয়ে আদালত প্রাঙ্গণে যান তিনি। আমানের আদালতে যাওয়ার খবরে সকাল থেকেই সেখানে ভিড় করছেন বিএনপির নেতা-কর্মীরা। বিএনপি সমর্থিত আইনজীবীদেরও ভিড় দেখা গেছে। এ সবস্থায় আদালত প্রাঙ্গণে সতর্ক অবস্থানে রয়েছে পুলিশ। এরই মধ্যে সংশ্লিষ্ট ছাড়া সবাইকে আদালত চত্বর থেকে বের করে দেওয়া হয়েছে। পাশাপাশি নিরাপত্তা জোরদার করতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। জানা গেছে, ঢাকার বিশেষ জজ আদালত-১ এর বিচারক আবুল কাশেমের আদালতে আইনজীবীর মাধ্যমে আত্মসমর্পণ করে জামিনের আবেদন করবেন আমানউল্লাহ আমান। পাশাপাশি চিকিৎসা ও ডিভিশন চেয়ে আবেদন করা হবে। গত ৭ আগস্ট বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি খিজির হায়াতের হাইকোর্ট বেঞ্চে ২৮১ পৃষ্ঠার রায় প্রকাশ করা হয়। দুর্নীতি মামলায় ১৩ বছরের কারাদণ্ড দিয়ে ঘোষিত রায়ের পূর্ণাঙ্গ অনুলিপি প্রকাশের পর উচ্চ আদালতের নির্দেশে আত্মসমর্পণ করবেন আমান। এর আগে ৭ আগস্ট দুর্নীতির মামলায় আমান উল্লাহ আমানের ১৩ বছরের কারাদণ্ড ও তার স্ত্রী সাবেরা আমানের ৩ বছরের দণ্ডের রায় বহাল রেখে রায় প্রকাশ করেন হাইকোর্ট। গত ৩ সেপ্টেম্বর এ মামলায় আদালতে আত্মসমর্পণের পর আমানের স্ত্রী সাবেরা আমানকে কারাগারে পাঠানোর আদেশ দেন আদালত। এরপর গত ৫ সেপ্টেম্বর সুপ্রিম কোর্টের চেম্বার জজ আদালত তার জামিন মঞ্জুর করেন। সেই সঙ্গে আপিল বিভাগের পূর্ণাঙ্গ ও নিয়মিত বেঞ্চে শুনানির জন্য আগামী বছরের ১৫ জানুয়ারি দিন নির্ধারণ করেছেন আদালত। ইত্তেফাক/এসকে
নিউজটি আপডেট করেছেন : Banglar Jamin
কমেন্ট বক্স