ঢাকা , বুধবার, ২২ জানুয়ারী ২০২৫ , ৯ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ

এক্সপ্রেসওয়ের ফ্লাইওভারে দুর্ঘটনায় ঘটনাস্থলেই তিন যাত্রীর মৃত্যু

বাংলার জমিন ডেস্ক :
আপলোড সময় : ০৬-০৯-২০২৩ ১০:১২:০৯ পূর্বাহ্ন
আপডেট সময় : ০৬-০৯-২০২৩ ১০:১২:০৯ পূর্বাহ্ন
এক্সপ্রেসওয়ের ফ্লাইওভারে দুর্ঘটনায় ঘটনাস্থলেই তিন যাত্রীর মৃত্যু ফাইল ছবি :
মুন্সীগঞ্জের সিরাজদিখানে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে দাঁড়িয়ে থাকা ট্রাকের পেছনে বাসের ধাক্কায় তিনজন নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত ১২ বাস যাত্রী। আশঙ্কাজনক অবস্থায় ৮ জনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। বুধবার (৬ সেপ্টেম্বর) ভোর ৪টার দিকে এক্সপ্রেসওয়ের রামেরখোলা এলাকায় ফ্লাইওভারে এ দুর্ঘটনা ঘটে।
দুর্ঘটনায় ঘটনাস্থলেই তিন যাত্রীর মৃত্যু হয়। তাদের একজন হাসিনা বেগম (৪২)। বাকি দুজনের পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি। আহত হলেন- চট্টগ্রামের মৃত আব্দুল বাতেন মিয়ার ছেলে লাভলু (৫৫), পটুয়াখালীর মৃত আজহার উদ্দিন তালুকদারের ছেলে মো. মনিরুল ইসলাম (৪৬), নিহত আবু সাত্তার জমাদ্দারের ছেলে মো. জহিরুল ইসলাম (৪৮), বদু ফকির মিয়ার ছেলে মফিজুল ইসলাম (৪২)সহ অন্তত ১২ জন।

হাসরা হাইওয়ে পুলিশ ও সিরাজদিখান থানা সূত্রে জানা গেছে, লাবিবা পরিবহনের একটি যাত্রীবাহী বাস কুয়াকাটা থেকে ঢাকা যাচ্ছিল। এক্সপ্রেসওয়ের রামেরখোলা এলাকায় ফ্লাইওভারে একটি পণ্যবাহী ট্রাক দাঁড়িয়ে ছিল। তাকে ধাক্কা দিলে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে এক্সপ্রেসওয়ের রেলিংয়ে ধাক্কা খেয়ে উল্টে যায়।

হাসরা হাইওয়ে থানার ওসি কাঞ্চন কুমার সিং গণমাধ্যমকে জানান, বাস ও ট্রাকটি পুলিশের হেফাজতে রয়েছে। আহতদের চিকিৎসার জন্য ঢাকার বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছে।সি২৪

 

নিউজটি আপডেট করেছেন : Banglar Jamin

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ