ঢাকা , বুধবার, ২২ জানুয়ারী ২০২৫ , ৯ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ

বাড্ডায় চাঞ্চল্যকর ছেলে ধরা সন্দেহে তাছলিমা বেগম রেনু হত্যা মামলার কেস ফলোআপ

তাছলিমা বেগম রেনু হত্যা মামলার কেস ফলোআপ

বাংলার জমিন ডেস্ক :
আপলোড সময় : ১৯-০৮-২০২৩ ০৫:৫৫:১৪ অপরাহ্ন
আপডেট সময় : ১৯-০৮-২০২৩ ০৫:৫৫:১৪ অপরাহ্ন
তাছলিমা বেগম রেনু হত্যা মামলার কেস ফলোআপ ফাইল ছবি :
কেস ফলোআপঃ ১৯

 বাড্ডায় চাঞ্চল্যকর ছেলে ধরা সন্দেহে তাছলিমা বেগম রেনু হত্যা মামলার কেস ফলোআপ

ঘটনার তারিখ ও সময়ঃ তারিখ ২০ জুলাই, ২০১৯  ইং   সকাল অনুমান ০৮.০০ টা হতে ০৯.০০ টার মধ্যে।

ঘটনাস্থলঃ বাড্ডা থানাধীন উওর পূর্ব বাড্ডা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নিকটে।

 বাদীঃ  সৈয়দ নাসির উদ্দিন টিটু।

মামলা নাম্বার ও তারিখঃ বাড্ডা থানার মামলা নং-৩০, তারিখ-২০/০৭/২০১৯ খ্রিঃ।

তদন্তকারী সংস্থাঃ গোয়েন্দা ও অপরাধ তথ্য (মতিঝিল) বিভাগ, ডিএমপি, ঢাকা।

অভিযোগ পত্রঃ বাড্ডা থানার অভিযোগ পত্র নং-৩৬৯, তারিখঃ ০৭/০৯/২০২০ ইং।

ধারাঃ ৩০২/৩৪ পেনাল কোড।

মোট অভিযুক্তঃ ১৫ জন

আলামতঃ ১০ টি ।

মোট সাক্ষীঃ ৩৬ জন ।

মোট নিহতঃ ০১ জন।

এজাহারের সংক্ষিপ্ত বিবরণঃ

২০ জুলাই, ২০১৯ তারিখে ভিকটিম তাছলিমা বেগম রেনু তার ছেলে তাসিন আল মাহির ও মেয়ে তাসমিন তুবাকে উত্তর-পূর্ব বাড্ডা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ভর্তি করানোর জন্যে খোঁজ খবর নিতে গেলে ছেলে ধরা সন্দেহে গণপিটুনির শিকার হয়ে মারা যায়। এ ঘটনায় ভিকটিমের বোনের ছেলে সৈয়দ নাসির উদ্দিন টিটু বাদী হয়ে অজ্ঞাতনামা ৪০০/৫০০ জনের বিরুদ্ধে বাড্ডা থানায় হত্যা মামলা দায়ের করে।

তদন্তঃ

চাঞ্চল্যকর তাছলিমা বেগম রেনু হত্যা মামলাটির তদন্তভার গ্রহন করে ডিএমপি’র গোয়েন্দা ও অপরাধ তথ্য (মতিঝিল) বিভাগ। মামলাটি নিবিড় তদন্তে ১৯ জন অভিযুক্তের সম্পৃক্ততা পাওয়া যায়। অভিযুক্তদের মধ্যে ১৪ জন অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে এবং ০১ জন অভিযুক্ত পলাতক। অপর ০৪ জন অভিযুক্তের (আলিফ, টোকাই মারুফ, সুমন ও আকলিমা) পূর্নাঙ্গ নাম ঠিকানা সংগ্রহ করা সম্ভব না হওয়ায় তাদের অভিযুক্ত করা যায়নি। ঘটনায় জড়িত অব্যহতি প্রাপ্ত অভিযুক্তদের নাম ঠিকানা সংগ্রহ কিংবা গ্রেফতার করা সম্ভব হইলে সম্পূরক অভিযোগপত্র বিজ্ঞ আদালতে দাখিল করা হবে। গ্রেফতারকৃতদের মধ্যে তিনজন অভিযুক্ত বিজ্ঞ আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করে।

গ্রেফতারকৃত ১৪ জন :  গ্রেফতারকৃত ১৪ জন অভিযুক্তের মধ্যে ০২ জন অপ্রাপ্ত বয়স্ক অভিযুক্ত রয়েছে।

ক। গ্রেফতারকৃত (প্রাপ্ত বয়স্ক) ১২ জন হলেনঃ

১।  মোঃ ইব্রাহিম ওরফে হৃদয় হোসেন মোল্লা (২০),

২। মোছাঃ রিয়া বেগম ওরফে ময়না বেগম (২৯),

৩। মোঃ আবুল কালাম আজাদ ওরফে আজাদ মন্ডল (৫০),

৪। মোঃ কামাল হোসেন (৪০),

০৫।  মোঃ শাহিন (৩২),

৬। মোঃ বাচ্চু মিয়া (৩৬),

 ৭। মোঃ বাপ্পী ওরফে শহিদুল ইসলাম (২১),

  ৮। মোঃ মুরাদ মিয়া (২৬),

৯। মোঃ সোহেল রানা (৩০),

১০। আসাদুল ইসলাম(২২),

 ১১। মোঃ বিল্লাল মোল্লা (৩২)

১২। মোঃ রাজু ওরফে রুম্মান হোসেন (২৩)।

খ। গ্রেফতারকৃত (অপ্রাপ্ত বয়স্ক) ০২ জন হলেনঃ

১। মোঃ জাফর হোসেন পাটোয়ারী (১৭)

 ২। ওয়াসিম ওরফে মোঃ অসিম আহম্মদ (১৪)।

অভিযুক্তদ্বয় অপ্রাপ্ত বয়স্ক হওয়ায় তাদের বিরুদ্ধে পৃথক (Split-up) অভিযোগপত্র দাখিল করা হয়েছে।

পলাতকঃ ০১ জন।

০১। মোঃ মহিউদ্দিন (১৮)

অসনাক্তকৃত ও অগ্রেফতারকৃত ০৪ জন হলেনঃ

০১। আলিফ

২। টোকাই মারুফ

৩। সুমন

৪। আকলিমা।

মামলার বর্তমান অবস্থাঃ মামলাটি বিজ্ঞ আদালতে বিচারাধীন।ডিএমপি নিউজঃ

নিউজটি আপডেট করেছেন : Banglar Jamin

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ