ঢাকা , শুক্রবার, ২৩ জানুয়ারী ২০২৬ , ১০ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

গণভবনে শেখ হাসিনার বেডরুমের আসবাব ভাইরাল | শফিকুল আলমের পোস্টে বিতর্ক

গণভবনে শেখ হাসিনার বেডরুমের আসবাবের ছবি ঘিরে আলোচনা

বাংলার জমিন ডেস্ক :
আপলোড সময় : ২১-০১-২০২৬ ০৬:৩২:৩৫ অপরাহ্ন
আপডেট সময় : ২১-০১-২০২৬ ০৬:৩২:৩৫ অপরাহ্ন
গণভবনে শেখ হাসিনার বেডরুমের আসবাবের ছবি ঘিরে আলোচনা ছবি: সংগৃহীত

গণভবনে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেডরুমের খাটসহ কয়েকটি আসবাবপত্রের ছবি প্রকাশ করে একটি স্ট্যাটাস দিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। তার ওই স্ট্যাটাস সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনা ও প্রতিক্রিয়ার জন্ম দিয়েছে।

শফিকুল আলম তার ব্যক্তিগত রুচি, শিক্ষা, চিন্তাধারা ও পারিবারিক মূল্যবোধের আলোকে ছবিগুলো নিয়ে নিজের মতামত প্রকাশ করেন। তবে বিষয়টি নিয়ে সামাজিক মাধ্যমে ভিন্ন ভিন্ন দৃষ্টিভঙ্গিও উঠে আসছে।

অনেকেই বলছেন, টানা ১৫ বছরের একচ্ছত্র শাসন, সীমাহীন ক্ষমতা এবং প্রায় ১৫ লাখ কোটি টাকার দুর্নীতির অভিযোগের প্রেক্ষাপটে প্রকাশিত আসবাবপত্রের ছবিগুলো দেখে মনে হচ্ছে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা যেন অত্যন্ত সাধারণ ও সংযমী জীবনযাপন করতেন।

সামাজিক যোগাযোগমাধ্যমে কেউ কেউ মন্তব্য করছেন, “এই আসবাবপত্র অনেক সাধারণ মানুষের কাজের লোকদের বাসাবাড়িতেও এর চেয়ে ভালো দেখা যায়।” তাদের মতে, এই দৃশ্য রাজকীয় জীবনযাপনের ধারণার সঙ্গে পুরোপুরি মেলে না।

তবে এ বিষয়ে এখনো সরকারিভাবে কোনো আনুষ্ঠানিক ব্যাখ্যা বা অবস্থান জানানো হয়নি।


নিউজটি আপডেট করেছেন : Banglar Jamin

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ