ঢাকা , শুক্রবার, ২৩ জানুয়ারী ২০২৬ , ১০ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

ভোট গণনায় দেরি হতে পারে, গুজব না ছড়াতে আগাম জানাতে বললেন প্রেস সচিব

বাংলার জমিন ডেস্ক :
আপলোড সময় : ২১-০১-২০২৬ ০৬:০৬:৪৮ অপরাহ্ন
আপডেট সময় : ২১-০১-২০২৬ ০৬:০৬:৪৮ অপরাহ্ন
ভোট গণনায় দেরি হতে পারে, গুজব না ছড়াতে আগাম জানাতে বললেন প্রেস সচিব ছবি: সংগৃহীত

প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের ভোট গণনায় কিছুটা দেরি হতে পারে। কারণ হিসেবে তিনি জানান, এ বছর সাধারণ নির্বাচনের পাশাপাশি একটি রেফারেন্ডাম অনুষ্ঠিত হচ্ছে এবং পোস্টাল ব্যালট ব্যবস্থাও থাকছে, যা গণনা প্রক্রিয়াকে কিছুটা দীর্ঘ করতে পারে।

তিনি বলেন, “এ বিষয়ে যেন কোনো ধরনের গুজব না ছড়ায়, সে জন্য আগেভাগেই সাধারণ মানুষকে জানিয়ে রাখার অনুরোধ জানাচ্ছি।”

বুধবার বিকেলে রাজধানীর বেইলি রোডের ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে এসব কথা বলেন তিনি।

প্রেস সচিব আরও জানান, নির্বাচনের সময় তথ্যের অবাধ প্রবাহ নিশ্চিত করতে চারটি মোবাইল ফোন কোম্পানিকে উন্নত ইন্টারনেট সেবা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

নিরাপত্তা ব্যবস্থার বিষয়ে তিনি বলেন, “বডি অন ক্যামেরার ছবি পেয়ে দ্রুত কুইক রেসপন্স করা হবে। পুলিশের কাছে থাকবে ২৫ হাজার ৫০০টি বডি অন ক্যামেরা। এসব ফুটেজ একটি সুরক্ষা অ্যাপে যুক্ত হবে, যার মাধ্যমে পরিস্থিতি পর্যবেক্ষণ করে দ্রুত ব্যবস্থা নেওয়া সম্ভব হবে।”

ভোটের সময় বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করতে প্রধান উপদেষ্টা নির্দেশনা দিয়েছেন বলেও জানান তিনি। একই সঙ্গে লুট হওয়া অস্ত্র উদ্ধারে তাগিদ দেওয়া হয়েছে।

শফিকুল আলম বলেন, নির্বাচনের প্রস্তুতি নিয়ে সরকারের উচ্চপর্যায়ের জরুরি বৈঠক হয়েছে প্রধান উপদেষ্টার নেতৃত্বে। ওই বৈঠকে নির্বাচনের সার্বিক নিরাপত্তা পরিস্থিতি পর্যালোচনা করা হয়েছে।

তিনি আরও বলেন, ভোটের সময় সশস্ত্র বাহিনীর সদস্যরা রিটার্নিং কর্মকর্তার অধীনে সমন্বয় করে কাজ করবেন। এ সময় ১ লাখ সেনা সদস্য, নৌবাহিনীর ৫ হাজার এবং বিমান বাহিনীর সাড়ে ৩ হাজার সদস্য দায়িত্ব পালন করবেন। অন্যান্য বাহিনীর পাশাপাশি ফায়ার সার্ভিসও থাকবে। নিরাপত্তা জোরদারে ব্যবহৃত হবে ৫০০টি ড্রোন।

প্রেস সচিব জানান, পাবনা-১ ও পাবনা-২ আসন নিয়ে শঙ্কা থাকলেও শেষ পর্যন্ত ওই দুই আসনসহ দেশের সব ৩০০ আসনেই নির্বাচন অনুষ্ঠিত হবে।

তিনি বলেন, এবারের নির্বাচনে অংশ নিচ্ছেন ১ হাজার ৮৪২ জন বৈধ প্রার্থী। দায়িত্বে থাকবেন ৬৯ জন রিটার্নিং কর্মকর্তা, ৬৫৭ জন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ও ১ হাজার ৪৭ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট। জেলা প্রশাসকরা জেলা আইনশৃঙ্খলা কমিটির সভাপতি হিসেবে এবং উপজেলা নির্বাহী কর্মকর্তারা উপজেলা আইনশৃঙ্খলা কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব পালন করবেন।

আইনশৃঙ্খলা বাহিনীর সমন্বয় কার্যক্রম পরিচালনার জন্য “নির্বাচনী সুরক্ষা” নামে একটি অ্যাপ চালু করা হয়েছে বলেও জানান তিনি।


নিউজটি আপডেট করেছেন : Banglar Jamin

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ