ঢাকা , শুক্রবার, ২৩ জানুয়ারী ২০২৬ , ১০ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

নারীরা কি সত্যিই যৌনতা কম চায়? গবেষণায় বেরোল চাঞ্চল্যকর তথ্য

নারীর যৌন ইচ্ছা নিয়ে পুরুষদের ৫টি বড় ভুল ধারণা— যা জানলে চমকে যাবেন!

বিনোদন ডেক্স
আপলোড সময় : ২০-০১-২০২৬ ০৪:৩১:২৪ অপরাহ্ন
আপডেট সময় : ২০-০১-২০২৬ ০৪:৩১:২৪ অপরাহ্ন
নারীর যৌন ইচ্ছা নিয়ে পুরুষদের ৫টি বড় ভুল ধারণা— যা জানলে চমকে যাবেন! ফাইল ছবি

কথায় আছে— “মেয়েদের বুক ফাটে, মুখ ফোটে না।”
এই প্রবাদটির জন্ম যে মূলত পিতৃতান্ত্রিক সমাজব্যবস্থার ভেতর থেকেই, তা নিয়ে সন্দেহের অবকাশ নেই। কিন্তু সত্যিই কি নারীরা নিজেদের অনুভূতি ও ইচ্ছা প্রকাশ করতে চান না? নাকি সমাজ তাদের কথা বলতে দেয় না বা গুরুত্ব দেয় না?

এই প্রশ্নের উত্তর খুঁজতে গেলেই দেখা যাবে, নারীদের যৌন ইচ্ছা নিয়ে পুরুষদের মনে বহু ভুল ধারণা গেঁথে আছে। বিশেষজ্ঞ ও গবেষণার আলোকে তেমনই ৫টি প্রচলিত ভুল ধারণা নিচে তুলে ধরা হলো—

 

১) নারীদের তুলনায় পুরুষরাই যৌনতা বেশি পছন্দ করে

এটি সমাজে বহুল প্রচলিত একটি ধারণা। বাস্তবে পুরুষদের যৌন ইচ্ছা টেস্টোস্টেরন হরমোনের কারণে কিছুটা বেশি প্রকাশ্য হলেও গবেষণায় দেখা গেছে, যৌন আগ্রহের দিক থেকে নারীরা মোটেও পিছিয়ে নন। বরং আবেগপ্রবণতার কারণে নারীরা নিজেদের অনুভূতি সহজে প্রকাশ করেন না বলেই এমন ধারণার জন্ম হয়েছে।

 

২) নারীদের মাথায় যৌন ভাবনা কম আসে

অনেকে মনে করেন, যৌন চিন্তা সারাক্ষণ পুরুষদের মাথায় ঘোরে। কিন্তু বিভিন্ন সমীক্ষায় দেখা গেছে, গড়পড়তা হিসেবে নারীরাও পুরুষদের মতোই এমন ভাবনায় সময় কাটান, অনেক ক্ষেত্রে সংখ্যাটা আরও বেশি হতে পারে।

 

৩) নারীরা পর্নোগ্রাফি পছন্দ করেন না

এটিও একটি ভুল ধারণা। পরিসংখ্যান বলছে, বহু নারী নিয়মিত পর্নোগ্রাফি দেখেন। বিশ্বের বড় বড় পর্ন সাইটের তথ্যে দেখা গেছে, লেসবিয়ান ক্যাটাগরির ভিডিও নারীরাই সবচেয়ে বেশি দেখেন।

 

৪) নারীরা সবসময় একগামী হতে চান

সমাজে প্রচলিত ধারণা অনুযায়ী নারীরা সম্পর্কের ক্ষেত্রে এক পুরুষেই সীমাবদ্ধ থাকতে চান। কিন্তু বাস্তবে বিষয়টি এত সরল নয়। বিভিন্ন গবেষণায় দেখা গেছে, বহু নারী বিবাহ বা একগামীতাকে জীবনের একমাত্র পথ বলে মনে করেন না। তবে একই সঙ্গে এটাও সত্য যে সব নারী একাধিক সম্পর্কে আগ্রহী— এমন নয়।

 

৫) নারীরা যৌন ভাবনা নিয়ে বেশি অপরাধবোধে ভোগেন

ধারণা করা হয়, নারীরা নিজেদের যৌন চিন্তা নিয়ে বেশি লজ্জা বা অপরাধবোধে ভোগেন। সাম্প্রতিক গবেষণা বলছে, বাস্তবে অনেক ক্ষেত্রে পুরুষরাই এ বিষয়ে বেশি অপরাধবোধে ভোগেন। নারীরা সাধারণত নিজেদের আবেগ ও ইচ্ছাকে নিয়ন্ত্রণ করতে বেশি সক্ষম হন এবং তা ভিন্নভাবে প্রকাশ করেন।

 

উপসংহার

সমাজে প্রচলিত বহু ধারণার বাস্তব ভিত্তি নেই। মানুষের মন ও অনুভূতি অত্যন্ত জটিল এবং ব্যক্তি ভেদে তা ভিন্ন। তাই যৌনতার মতো সংবেদনশীল বিষয়কে নির্দিষ্ট সামাজিক ছাঁচে ফেলে বিচার না করাই শ্রেয়।

ভুল ধারণা ঝেড়ে ফেলে যৌনতাকে স্বাস্থ্যসম্মত ও স্বাভাবিক দৃষ্টিভঙ্গিতে গ্রহণ করলেই ব্যক্তি ও সমাজ— দু’পক্ষেরই মঙ্গল।

সূত্র: সংবাদ প্রতিদিন (সংকলিত ও পরিমার্জিত)


নিউজটি আপডেট করেছেন : Banglar Jamin Admin

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ