ঢাকা , শুক্রবার, ২৩ জানুয়ারী ২০২৬ , ১০ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

শেখ হাসিনার সাবেক পিয়ন জাহাঙ্গীরের ফ্ল্যাট–জমি জব্দ, স্ত্রীর ৭ ব্যাংক হিসাব অবরুদ্ধ

বাংলার জমিন ডেস্ক :
আপলোড সময় : ২০-০১-২০২৬ ০২:৩৬:৩২ অপরাহ্ন
আপডেট সময় : ২০-০১-২০২৬ ০২:৩৬:৩২ অপরাহ্ন
শেখ হাসিনার সাবেক পিয়ন জাহাঙ্গীরের ফ্ল্যাট–জমি জব্দ, স্ত্রীর ৭ ব্যাংক হিসাব অবরুদ্ধ ছবি: সংগৃহীত

মানবতাবিরোধী অপরাধের দায়ে মৃত্যুদণ্ডপ্রাপ্ত ও ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাবেক ব্যক্তিগত সহকারী (পিয়ন) জাহাঙ্গীর আলমের নামে থাকা ফ্ল্যাট ও জমি জব্দ এবং তার স্ত্রী কামরুন নাহারের ৭টি ব্যাংক হিসাব অবরুদ্ধের আদেশ দিয়েছেন আদালত।

মঙ্গলবার দুর্নীতি দমন কমিশনের (দুদক) পৃথক দুটি আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকা মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ আদালতের বিচারক মো. সাব্বির ফয়েজ এই আদেশ দেন। বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা মহানগর দায়রা জজ আদালতের বেঞ্চ সহকারী মো. রিয়াজ হোসেন।

আদালতের আদেশ অনুযায়ী, জাহাঙ্গীর আলমের নামে নোয়াখালী জেলায় থাকা ৩৫ শতক জমি এবং ঢাকার মিরপুর এলাকায় ১ হাজার ৩৮৫ বর্গফুটের একটি ফ্ল্যাট জব্দ করা হয়েছে।

অন্যদিকে, তার স্ত্রী কামরুন নাহারের নামে থাকা দুটি ব্যাংকের চারটি শাখায় খোলা মোট ৭টি হিসাব অবরুদ্ধ করার নির্দেশ দেওয়া হয়েছে। এসব হিসাবে বর্তমানে প্রায় ১ কোটি ৩ লাখ টাকা জমা রয়েছে বলে আবেদনে উল্লেখ করেছেন তদন্তকারী কর্মকর্তা।

দুদকের আবেদনে বলা হয়, জাহাঙ্গীর আলম নিজের নামে ১৮ কোটি ২৯ লাখ টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন করেছেন। পাশাপাশি তিনি ও তার মালিকানাধীন বিভিন্ন প্রতিষ্ঠানের নামে ৮টি ব্যাংকের ২৩টি হিসাবে মোট ৬২৬ কোটি ৬৫ লাখ টাকা জমা ও উত্তোলন করেছেন। মামলাটি বর্তমানে তদন্তাধীন।

তদন্ত চলাকালে এসব সম্পদ স্থানান্তর বা মালিকানা পরিবর্তনের আশঙ্কা থাকায় সেগুলো জব্দ করা প্রয়োজন বলে আবেদনে উল্লেখ করা হয়।

এছাড়া, কামরুন নাহার একজন গৃহিণী হওয়া সত্ত্বেও স্বামী জাহাঙ্গীর আলমের সহায়তায় নিজের নামে ৬ কোটি ৮০ লাখ টাকার অবৈধ সম্পদ অর্জন করেছেন বলে দুদকের আবেদনে বলা হয়। তিনি দুটি ব্যাংকের চারটি শাখায় সঞ্চয়ী ও ডিপিএস হিসাব খুলে প্রায় ৫ কোটি ৯৬ লাখ টাকা জমা ও উত্তোলন করেছেন।

দুদক জানায়, তদন্তকালে বিশ্বস্ত সূত্রে জানা গেছে, কামরুন নাহারের নামে থাকা অস্থাবর সম্পদ ও ব্যাংক হিসাবের অর্থ হস্তান্তর বা মালিকানা পরিবর্তনের আশঙ্কা রয়েছে। সুষ্ঠু তদন্তের স্বার্থে এসব সম্পদ অবরুদ্ধ করা জরুরি বলে আদালতে আবেদন জানানো হয়।

এ ঘটনায় দায়ের করা মামলাগুলো বর্তমানে তদন্তাধীন রয়েছে।


নিউজটি আপডেট করেছেন : Banglar Jamin

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ