ঢাকা , শুক্রবার, ২৩ জানুয়ারী ২০২৬ , ১০ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

নির্বাচন নিয়ে সব পক্ষের উদ্বেগ গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হচ্ছে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার।

রাজনৈতিক দলগুলোর অভিযোগ খতিয়ে দেখা হচ্ছে, অবাধ ও সুষ্ঠু নির্বাচন হবে: নির্বাচন কমিশনার আনারুল ইসলাম সরকার

বাংলার জমিন ডেস্ক :
আপলোড সময় : ১৯-০১-২০২৬ ০২:২১:১৩ অপরাহ্ন
আপডেট সময় : ১৯-০১-২০২৬ ০২:২১:১৩ অপরাহ্ন
রাজনৈতিক দলগুলোর অভিযোগ খতিয়ে দেখা হচ্ছে, অবাধ ও সুষ্ঠু নির্বাচন হবে: নির্বাচন কমিশনার আনারুল ইসলাম সরকার ফাইল ছবি

নির্বাচন কমিশনার আনারুল ইসলাম সরকার বলেছেন, রাজনৈতিক দলগুলোর পক্ষ থেকে উত্থাপিত সব অভিযোগ গুরুত্বের সঙ্গে খতিয়ে দেখা হচ্ছে। তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন, আগামী নির্বাচন অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য হবে।

সোমবার এক অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, নির্বাচন কমিশন একটি নিরপেক্ষ ও গ্রহণযোগ্য নির্বাচন আয়োজনের লক্ষ্যে কাজ করছে। যেসব অভিযোগ ও অনিয়মের কথা রাজনৈতিক দলগুলো জানাচ্ছে, সেগুলো যাচাই করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।

তিনি আরও বলেন, “নির্বাচনের পরিবেশ যেন সবার জন্য সমান ও নিরাপদ থাকে, সে বিষয়ে আমরা সর্বোচ্চ সতর্ক রয়েছি। ভোটাররা যাতে নির্বিঘ্নে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারেন, সে লক্ষ্যে প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে সমন্বয় করে কাজ করা হচ্ছে।”

নির্বাচন কমিশনার আশা প্রকাশ করেন, সব রাজনৈতিক দল নির্বাচনী প্রক্রিয়ায় অংশগ্রহণ করবে এবং একটি অংশগ্রহণমূলক ও গ্রহণযোগ্য নির্বাচন উপহার দেওয়া সম্ভব হবে।


নিউজটি আপডেট করেছেন : Banglar Jamin Admin

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ