রোগীর স্বজন ও ইন্টার্নদের মধ্যে সংঘর্ষের জেরে চিকিৎসাসেবা ব্যাহত; জড়িতদের শনাক্তে তদন্ত শুরু
ওসমানী মেডিকেলে ইন্টার্নদের কর্মবিরতি, মারামারির ঘটনায় তদন্ত কমিটি গঠন
বাংলার জমিন ডেস্ক :
আপলোড সময় :
১৮-০১-২০২৬ ০২:২৬:৩০ অপরাহ্ন
আপডেট সময় :
১৮-০১-২০২৬ ০২:২৬:৩০ অপরাহ্ন
ফাইল ছবি
সিলেটের ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল-এ রোগীর স্বজন ও ইন্টার্ন চিকিৎসকদের মধ্যে মারামারির ঘটনার জেরে কর্মবিরতিতে গেছেন ইন্টার্নরা। রবিবার সকালে এ কর্মবিরতি শুরু হয়।
ইন্টার্ন চিকিৎসকদের অভিযোগ, চিকিৎসাসেবা চলাকালে এক রোগীর স্বজনদের সঙ্গে বাকবিতণ্ডার একপর্যায়ে হাতাহাতির ঘটনা ঘটে। এতে কয়েকজন ইন্টার্ন চিকিৎসক আহত হন। ঘটনার প্রতিবাদ এবং দোষীদের বিচারের দাবিতে তারা কর্মবিরতির ঘোষণা দেন।
হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, ঘটনার সুষ্ঠু তদন্তে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। একই সঙ্গে মারামারিতে জড়িত রোগীর স্বজনদের শনাক্ত করে আইনের আওতায় আনার প্রক্রিয়া চলছে।
কর্মবিরতির কারণে হাসপাতালের বহির্বিভাগ ও কিছু ওয়ার্ডে চিকিৎসাসেবা ব্যাহত হচ্ছে। তবে জরুরি বিভাগ ও গুরুতর রোগীদের চিকিৎসাসেবা চালু রয়েছে বলে কর্তৃপক্ষ নিশ্চিত করেছে।
পরিস্থিতি স্বাভাবিক রাখতে হাসপাতাল এলাকায় অতিরিক্ত নিরাপত্তা জোরদার করা হয়েছে।
নিউজটি আপডেট করেছেন : Banglar Jamin Admin
কমেন্ট বক্স