ফাইল ছবি
রাজধানীর আগারগাঁওয়ে অবস্থিত বাংলাদেশ নির্বাচন কমিশন কার্যালয় ঘেরাও করেছে ছাত্রদল। সোমবার সকাল থেকে সংগঠনটির নেতাকর্মীরা নির্বাচন কমিশনের প্রধান ফটকের সামনে অবস্থান কর্মসূচি পালন করছেন।
ছাত্রদলের পক্ষ থেকে জানানো হয়েছে, তাদের ঘোষিত কর্মসূচি আজ সন্ধ্যা পর্যন্ত চলবে। এ সময় দাবি আদায় না হলে পরবর্তী কর্মসূচি ঘোষণা করা হতে পারে বলেও সতর্ক করেছেন সংগঠনের নেতারা।
কর্মসূচি চলাকালে নির্বাচন কমিশন এলাকায় অতিরিক্ত আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন করা হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।
এ ঘটনায় এখন পর্যন্ত কোনো অপ্রীতিকর পরিস্থিতির খবর পাওয়া যায়নি। তবে কর্মসূচির কারণে এলাকায় যান চলাচলে সাময়িক বিঘ্ন ঘটেছে।