ঢাকা , শুক্রবার, ২৩ জানুয়ারী ২০২৬ , ১০ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

সারা দেশে আংশিক মেঘলা আকাশ ও শুষ্ক আবহাওয়া থাকতে পারে; উত্তরাঞ্চলে কুয়াশার প্রভাব, তেঁতুলিয়ায় সর্বনিম্ন তাপমাত্রা ৮.৫ ডিগ্রি

আগামী পাঁচ দিনে আবহাওয়ায় বড় কোনো পরিবর্তনের সম্ভাবনা নেই

বাংলার জমিন ডেস্ক :
আপলোড সময় : ১৮-০১-২০২৬ ০১:৪০:৩৪ অপরাহ্ন
আপডেট সময় : ১৮-০১-২০২৬ ০১:৪০:৩৪ অপরাহ্ন
আগামী পাঁচ দিনে আবহাওয়ায় বড় কোনো পরিবর্তনের সম্ভাবনা নেই ফাইল ছবি
সারা দেশে আগামী পাঁচ দিনে আবহাওয়ার ধরণে বড় কোনো পরিবর্তনের সম্ভাবনা নেই বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। এ সময়ে কখনো তাপমাত্রা সামান্য বাড়তে পারে, কখনো কমতে পারে, আবার কোনো কোনো দিন প্রায় অপরিবর্তিত থাকতে পারে বলেও পূর্বাভাসে উল্লেখ করা হয়েছে।

রবিবার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে জানানো হয়, আগামী পাঁচ দিনেই অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারা দেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে।

পূর্বাভাসে আরও বলা হয়েছে, শেষরাত থেকে সকাল পর্যন্ত দেশের কিছু কিছু এলাকায় হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে। বিশেষ করে উত্তরাঞ্চল ও নদীবেষ্টিত এলাকাগুলোতে কুয়াশার প্রভাব তুলনামূলকভাবে বেশি থাকতে পারে।

তাপমাত্রা সম্পর্কে জানানো হয়, আজ রবিবার ও আগামীকাল সোমবার সারা দেশে রাত ও দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। মঙ্গলবার সারা দেশে রাত ও দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে। বুধবার দেশের দক্ষিণাঞ্চলে রাত ও দিনের তাপমাত্রা কিছুটা বাড়ার সম্ভাবনা থাকলেও অন্যান্য এলাকায় তা সামান্য কমতে পারে। পরদিন বৃহস্পতিবার সারা দেশে আবারও রাত ও দিনের তাপমাত্রা সামান্য কমার সম্ভাবনা রয়েছে।

বর্ধিত পাঁচ দিনের আবহাওয়ার অবস্থার বিষয়ে আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, এই সময়ের মধ্যে উল্লেখযোগ্য কোনো পরিবর্তনের আশঙ্কা নেই।

সিনপটিক অবস্থার বিবরণে বলা হয়েছে, উপমহাদেশীয় উচ্চচাপ বলয়ের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। একই সঙ্গে মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে, যার একটি বর্ধিতাংশ উত্তর-পূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে।

এদিকে আজও দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে পঞ্চগড়ের তেঁতুলিয়ায়। সেখানে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ৮ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস।

নিউজটি আপডেট করেছেন : Banglar Jamin Admin

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ