ঢাকা , শুক্রবার, ২৩ জানুয়ারী ২০২৬ , ১০ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

পাঁচ মূলনীতি নিয়ে আত্মপ্রকাশ করল এনপিএ

বাংলার জমিন ডেস্ক :
আপলোড সময় : ১৭-০১-২০২৬ ০২:০৭:৪২ অপরাহ্ন
আপডেট সময় : ১৭-০১-২০২৬ ০২:০৭:৪২ অপরাহ্ন
পাঁচ মূলনীতি নিয়ে আত্মপ্রকাশ করল এনপিএ ছবি: সংগৃহীত
নতুন রাজনৈতিক প্ল্যাটফর্ম নেটওয়ার্ক ফর পিপলস অ্যাকশন (এনপিএ)-এর আত্মপ্রকাশ ঘটেছে। শুক্রবার বিকেলে রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনার থেকে আনুষ্ঠানিকভাবে প্ল্যাটফর্মটির যাত্রা ঘোষণা করা হয়।

পাঁচটি মূলনীতি ও সাতটি লক্ষ্য ও উদ্দেশ্য সামনে রেখে এনপিএ তাদের রাজনৈতিক কার্যক্রম শুরু করেছে।

অনুষ্ঠানে প্ল্যাটফর্মটির অন্যতম উদ্যোক্তা এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী মীর হুযাইফা আল মামদূহ জানান, এনপিএর ১০১ সদস্যবিশিষ্ট কেন্দ্রীয় কাউন্সিল গঠন করা হবে। এর মধ্যে ৯৯ জন সদস্যের নাম ঘোষণা করা হয়েছে। বাকি সদস্যদের নাম সংশ্লিষ্টদের সঙ্গে পরামর্শক্রমে পরবর্তীতে ঘোষণা করা হবে বলেও জানান তিনি।

ঘোষিত ১০১ সদস্যের মধ্যে রয়েছেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) থেকে পদত্যাগ করা অনিক রায়, অলীক মৃ, তুহিন খান, ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্র ইউনিয়নের (একাংশ) সভাপতি মেঘমল্লার বসু, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সমন্বয়ক নাজিফা জান্নাত, অধিকার কর্মী ফেরদৌস আরা রুমি, তাসলিমা মিজিসহ বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক আন্দোলনের পরিচিত মুখরা।

অনুষ্ঠানে প্ল্যাটফর্মের ঘোষণাপত্র পাঠ করেন ফেরদৌস আরা রুমি, তুহিন খান এবং নাজিফা জান্নাত।

এ সময় নাজিফা জান্নাত বলেন, এনপিএর কার্যক্রম পাঁচটি মূলনীতির ভিত্তিতে পরিচালিত হবে। গণতন্ত্র, সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক ন্যায়বিচার এবং প্রাণ–প্রকৃতি–পরিবেশ সুরক্ষাই এই প্ল্যাটফর্মের মূল আদর্শ।

তিনি আরও বলেন, জনগণের অধিকার, কণ্ঠস্বর ও অংশগ্রহণ নিশ্চিত করতেই এই নতুন রাজনৈতিক প্ল্যাটফর্মের আত্মপ্রকাশ।

নিউজটি আপডেট করেছেন : Banglar Jamin

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ