ছবি: সংগৃহীত
জিম্বাবুয়ে সফরে তিন ম্যাচের টি–টোয়েন্টি সিরিজে স্বাগতিকদের হোয়াইটওয়াশ করতে নেমে শুরু থেকেই তাণ্ডব চালাচ্ছেন আফগান ওপেনার রহমানউল্লাহ গুরবাজ ও অধিনায়ক ইবরাহিম জাদরান।
এ রিপোর্ট লেখা পর্যন্ত ১৪ ওভারে আফগানিস্তানের সংগ্রহ বিনা উইকেটে ১৫১।
জোড়া ফিফটি তুলে নিয়ে দুজনই দলকে বড় সংগ্রহের পথে নিয়ে যাচ্ছেন। গুরবাজ ফিফটির পর সেঞ্চুরির লক্ষ্যে এগোচ্ছেন—টি–টোয়েন্টি ক্যারিয়ারে এটি হতে পারে তার দ্বিতীয় সেঞ্চুরি।
আগের দুই ম্যাচ জিতে সিরিজ ইতোমধ্যে নিশ্চিত করেছে আফগানিস্তান। তাই আজ জিম্বাবুয়ের সামনে হোয়াইটওয়াশ এড়ানোর লড়াই।
সিরিজে আফগানদের আধিপত্য স্পষ্ট—প্রথম ম্যাচে তারা ৬ উইকেটে ১৮০ তোলে; জিম্বাবুয়ে জবাবে অলআউট ১২৭। দ্বিতীয় ম্যাচে জিম্বাবুয়ে ১৯.৩ ওভারে ১২৫–এ গুটিয়ে গেলে আফগানরা জেতে ৭ উইকেটে।
নোট: স্কোর/পরিসংখ্যান এ রিপোর্ট লেখা পর্যন্ত। ম্যাচ শেষ হলে ফল আপডেট করা হবে।