ঢাকা , রবিবার, ২৩ নভেম্বর ২০২৫ , ৯ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ

অ্যাক্রেডিটেশনধারী সাংবাদিকদের জন্য সচিবালয় ক্লিনিকে স্বাস্থ্যসেবা চালুর দাবি—৫ নম্বর গেট দিয়ে প্রবেশের ব্যবস্থা চাওয়া; উপদেষ্টার ইতিবাচক আশ্বাস

তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মাহফুজ আলমের সঙ্গে বিএসআরএফ নেতৃবৃন্দের সাক্ষাৎ

আপলোড সময় : ০২-১১-২০২৫ ০৭:১১:৩৩ অপরাহ্ন
আপডেট সময় : ০২-১১-২০২৫ ০৭:১১:৩৩ অপরাহ্ন
তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মাহফুজ আলমের সঙ্গে বিএসআরএফ নেতৃবৃন্দের সাক্ষাৎ ছবি: সংগৃহীত

বাংলাদেশ সেক্রেটারিয়েট রিপোর্টার্স ফোরামের (বিএসআরএফ) কার্যনির্বাহী কমিটির সদস্যরা তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মাহফুজ আলমের সঙ্গে সাক্ষাৎ করেছেন।
রোববার (২ নভেম্বর) বিকেলে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সভাকক্ষে এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।


সাক্ষাৎকালে বিএসআরএফ সভাপতি মাসউদুল হক জানান, জনপ্রশাসন মন্ত্রণালয় সচিবালয় বিটে কর্মরত অ্যাক্রেডিটেশন কার্ডধারী সাংবাদিকদের সচিবালয়ের ক্লিনিকে স্বাস্থ্যসেবা দেওয়ার বিষয়ে সিদ্ধান্ত নিয়েছে। এ সংক্রান্ত চিঠি ২০২৪ সালের ২২ ডিসেম্বর জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে স্বাস্থ্য সেবা বিভাগে পাঠানো হলেও এখনো বাস্তবায়ন হয়নি বলে তিনি উল্লেখ করেন।
বিএসআরএফ ক্লিনিক সেবা দ্রুত চালুর বিষয়ে তথ্য ও সম্প্রচার উপদেষ্টার সহযোগিতা কামনা করে।

এছাড়া সচিবালয়ে প্রবেশের সুবিধা বাড়াতে ১ নম্বর গেটের পাশাপাশি ৫ নম্বর গেট দিয়েও অ্যাক্রেডিটেশনধারী সাংবাদিকদের প্রবেশের ব্যবস্থা করার অনুরোধ জানায় সংগঠনটি।

উপদেষ্টার প্রতিক্রিয়া:
তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মাহফুজ আলম উত্থাপিত প্রস্তাবসমূহ আন্তরিকভাবে বিবেচনা করার আশ্বাস দেন এবং সম্পর্কিত মন্ত্রণালয়/সংস্থার সঙ্গে প্রয়োজনীয় সমন্বয়ের কথা জানান।

উপস্থিতি:
বিএসআরএফ-এর সহ-সভাপতি মাইনুল হোসেন পিন্নু, সাধারণ সম্পাদক উবায়দুল্লাহ বাদলসহ কার্যনির্বাহী কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।

 


নিউজটি আপডেট করেছেন : Banglar Jamin

কমেন্ট বক্স

প্রতিবেদকের তথ্য

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ