সাদা বলে নিউজিল্যান্ডের কোচ থাকছেন না স্টিড
বাংলার জমিন ডেস্ক :
আপলোড সময় :
০৮-০৪-২০২৫ ০৩:২৬:৩৮ অপরাহ্ন
আপডেট সময় :
০৮-০৪-২০২৫ ০৩:২৬:৩৮ অপরাহ্ন
ফাইল ছবি
নিউজিল্যান্ডের ওয়ানডে ও টি-টোয়েন্টি দলের কোচের পদ থেকে পদত্যাগ করেছেন গ্যারি স্টিড। টেস্টে কোচ হিসেবে থাকবেন কি না সেটা শিগগিরই সিদ্ধান্ত নেবেন বলে জানিয়েছে তিনি।
২০১৮ সালে কোচের দায়িত্ব নেওয়ার পর নিউজিল্যান্ডকে সাদা-বলে তিনটি বৈশ্বিক আসরের (২০১৯ বিশ্বকাপ, ২০২১ টি-টোয়েন্টি বিশ্বকাপ ও ২০২৫ চ্যাম্পিয়নস ট্রফি) ফাইনালে তুলেন ৫৩ বছর বয়সী স্টিড। তবে তিনটির কোনোটাতেই দলকে চ্যাম্পিয়ন করতে পারেননি এই কোচ।
কিন্তু লাল-বলে স্টিডের অধীনে ২০২১ সালে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে ভারতকে হারিয়ে চ্যাম্পিয়ন হয় নিউজিল্যান্ড।
নিউজিল্যান্ড ক্রিকেট (এনজেডসি) ছেলেদের দলের জন্য সংস্করণভেদে ভিন্ন ভিন্ন কোচ নিয়োগের পরিকল্পনা করার পরই স্টিড সাদা বলের ক্রিকেটের কোচের পদ ছাড়ার ঘোষণা দিলেন। সম্প্রতি দক্ষিণ আফ্রিকার সাদা বলের কোচের পদ ছাড়া রব ওয়াল্টারের নাম আসছে নিউজিল্যান্ডের পরবর্তী কোচ হিসেবে।
স্টেড বলেছেন, ‘আমি কিছুদিনের জন্য সফর জীবনের বাইরে যেতে চাই এবং আমার ভবিষ্যত সম্পর্কে চিন্তা করতে চাই।
আমার সব মনোযোগ এখন কম অভিজ্ঞ কোনো দলের সঙ্গে মৌসুমটা ভালোভাবে শেষ করতে চাই। শেষ ছয়টা মাস বিরামহীন ক্রিকেট নিয়ে চরম ব্যস্ত ছিলাম।’
সব ফরম্যাটের কোচ হিসেবে স্টেডের চুক্তি এই বছর জুনে শেষ হবে। আগামী কয়েক সপ্তাহের মধ্যে তিনি সিদ্ধান্ত নিবেন যে, তিনি টেস্ট দলের কোচ হিসেবে পুনরায় আবেদন করবেন কিনা।
নিউজটি আপডেট করেছেন : Banglar Jamin
কমেন্ট বক্স