ঢাকা , শুক্রবার, ১৪ মার্চ ২০২৫ , ২৯ ফাল্গুন ১৪৩১ বঙ্গাব্দ

গাজী গ্রুপের হ্যাটট্রিকের বিপরীতে জয়ে ফিরেছে গুলশান

বাংলার জমিন ডেস্ক :
আপলোড সময় : ১৩-০৩-২০২৫ ০৫:৩৭:২৯ অপরাহ্ন
আপডেট সময় : ১৩-০৩-২০২৫ ০৫:৩৭:২৯ অপরাহ্ন
গাজী গ্রুপের হ্যাটট্রিকের বিপরীতে জয়ে ফিরেছে গুলশান ফাইল ছবি
ডিপিএলের শুরুটা হার দিয়ে হলেও এখন দুর্দান্ত ছন্দে আছে গাজী গ্রুপ ক্রিকেটার্স।  তার প্রমাণ আজকের হ্যাটট্রিক জয়।  টানা তৃতীয় জয়ের ম্যাচে শাইনপুকুর ক্রিকেট ক্লাবকে ৮ উইকেটে বিধ্বস্ত করেছে অধিনায়ক এনামুল হক বিজয়ের দল।

 বিকেএসপিতে ১৯৩ বল হাতে রেখে পাওয়া জয়ে সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন বিজয়।
 ঝোড়ো ফিফটিতে দলের জয়ের ভিত গড়ে দিলেও অপরাজিত থেকে মাঠ ছাড়তে পারেননি উইকেটরক্ষক ব্যাটার।  ১৯২.৫৯ স্ট্রাইকরেটে ৫২ রানের ইনিংস খেলেছেন তিনি।  ৮ চারের বিপরীতে হাঁকিয়েছেন ২ ছক্কা।  ফিফটি পেয়েছেন তার ওপেনিং সঙ্গী সাদিকুর রহমানও।
 ৮ চার ও ১ ছক্কায় কাঁটায় কাঁটায় ৫০ করে আউট হয়েছেন তিনি।

 ওপেনিংয়ে ৯২ রানের জুটি গড়েন দুজনে।  অর্থাৎ, ১৬২ রানের লক্ষ্য তাড়া করতে নেমে অর্ধেকের বেশি রান করনে বিজয়-সাদিকুর।  ১৩ রানের ব্যবধানে দুজনে বিদায় নিলে জয়ের বাকি কাজটুকু সারেন সালমান হোসেন ইমন (২৩) ও শামসুর রহমান শুভ (৩৩)।
 অবশ্য ব্যাটারদের দাপটের আগে গাজীর জয়ের কাজ অর্ধেক সারেন বোলাররাই।  বিশেষ করে শামীম মিয়া ও তোফায়েল আহমেদ।  দুজনে ৩ টি করে উইকেট নিয়ে প্রতিপক্ষকে ১৬১ রানে অলআউট করেন।  শাইনপুকুরের হয়ে সর্বোচ্চ ৪৬ রানের ইনিংস খেলেন আটে নামা জুবায়ের হোসেন।


 মিরপুরে আজ হ্যাটট্রিক হারের মুখোমুখি দাঁড়িয়েছিল গুলশান ক্রিকেট ক্লাব।

 

নিউজটি আপডেট করেছেন : Banglar Jamin

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ