ঢাকা , শুক্রবার, ১৪ মার্চ ২০২৫ , ২৯ ফাল্গুন ১৪৩১ বঙ্গাব্দ

ধর্ষণ মামলায় জামিন নিতে এসে অভিযুক্ত কারাগারে

বাংলার জমিন ডেস্ক :
আপলোড সময় : ১৩-০৩-২০২৫ ০৫:২১:০৪ অপরাহ্ন
আপডেট সময় : ১৩-০৩-২০২৫ ০৫:২১:০৪ অপরাহ্ন
ধর্ষণ মামলায় জামিন নিতে এসে অভিযুক্ত কারাগারে ফাইল ছবি
রংপুরে শিশু ধর্ষণ মামলায় রুহুল আমিন নামে এক অভিযুক্তকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত।
 বৃহস্পতিবার দুপুরে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে আত্মসমর্পণ করেন আসামি রুহুল আমিন।
 এ সময় তার জামিন আবেদন করেন অ্যাড.  ফিরোজ কবির নিয়ন।  আদালতের বিচারক কৃষ্ণ কমল রায় শুনানী শেষে তার জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
 একইসঙ্গে আগামী ১০ এপ্রিল মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য হাজিরার দিন ধার্য করা হয়।
 এ তথ্য নিশ্চিত করেছেন মামলার তদন্তকারী কর্মকর্তা আমিনুল ইসলাম।
 উল্লেখ্য, গত ২১ ফেব্রুয়ারি সকালে মিঠাপুকুর উপজেলার মির্জাপুর ইউনিয়নে মহান শহীদ দিবসে শ্রদ্ধা জানাতে ফুল সংগ্রহ করতে পাশের বাড়িতে গিয়ে ধর্ষণের শিকার হন প্রাথমিক বিদ্যালয়ে পড়ুয়া এক শিশু।  এ ঘটনায় ওই শিশুর বাবা বাদী হয়ে মিঠাপুকুর থানায় নারী ও শিশু নিযার্তন দমন আইনে মামলা করলে আত্মগোপনে চলে যায় অভিযুক্ত রুহুল আমিন।
 তাকে গ্রেফতারে রংপুরের বিভিন্ন রাজনৈতিক, সামাজিক সংগঠন বিক্ষোভ মিছিল, মানববন্ধন সমাবেশ কর্মসূচি পালন করে।
 বিডি প্রতি

নিউজটি আপডেট করেছেন : Banglar Jamin

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ