ঢাকা , বুধবার, ১২ মার্চ ২০২৫ , ২৮ ফাল্গুন ১৪৩১ বঙ্গাব্দ

কারাগারে আসামির মৃত্যু

বাংলার জমিন ডেস্ক :
আপলোড সময় : ১১-০৩-২০২৫ ০৪:৫৭:০১ অপরাহ্ন
আপডেট সময় : ১১-০৩-২০২৫ ০৪:৫৭:০১ অপরাহ্ন
কারাগারে আসামির মৃত্যু ফাইল ছবি

বগুড়া জেলা কারাগারে এমদাদুল হক ভট্টু (৫১) নামের আওয়ামী লীগের এক নেতা মারা গেছেন।  মঙ্গলবার (১১ মার্চ) সকাল ৭ টায় বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

 মৃত এমদাদুল হক ভট্টু গাবতলী উপজেলার দক্ষিণপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সাংগঠনিক সম্পাদক ছিলেন।
 বগুড়া কারাগারের জেলার সৈয়দ শাহ শরীফ জানান, বিস্ফোরক ও ভাংচুর মামলায় গ্রেপ্তার হয়ে গত ২৬ ফেব্রুয়ারি এমদাদুল হক ভট্টুকে কারাগারে পাঠানো হয়।  ওইদিন তাঁর প্রেশার সংক্রান্ত জটিলতা ছিল।  সেদিনই তাকে কারাগারের হাসপাতালে ভর্তি করানো হয়।  এবং পরে সুস্থ হয়ে ওঠেন।  মঙ্গলবার সেহেরী শেষে সকালে হঠাৎ অসুস্থতা অনুভব করেন তিনি।  পরে তাকে দ্রুত শজিমেক হাসপাতালে নেওয়া হলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।  প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে তিনি হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন।


 তিনি আরও জানান, সব ধরণের আইনী প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
 বিডি প্রতি


নিউজটি আপডেট করেছেন : Banglar Jamin

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ