ঢাকা , মঙ্গলবার, ১৪ জানুয়ারী ২০২৫ , ১ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ

‘আওয়ামী লীগ মাঠে ঢোকা শুরু করেছে’

বাংলার জমিন ডেস্ক :
আপলোড সময় : ১১-০১-২০২৫ ০২:৫৬:০২ অপরাহ্ন
আপডেট সময় : ১১-০১-২০২৫ ০২:৫৬:০২ অপরাহ্ন
‘আওয়ামী লীগ মাঠে ঢোকা শুরু করেছে’ ফাইল ছবি
নেতাকর্মীদের উদ্দেশে বাগেরহাট-৪ আসনের সম্ভাব্য প্রার্থী ও জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি কাজী খায়রুজ্জামান শিপন বলেছেন, আপনাদের বিভক্তির কারণেই নিষিদ্ধঘোষিত ছাত্র সংগঠন ছাত্রলীগ মোরেলগঞ্জে কেক কাটার সাহস পেয়েছে। আপনাদের হানাহানির কারণে আওয়ামী লীগ মাঠে ঢোকা শুরু করেছে।

শনিবার (১১ জানুয়ারি) সকালে বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলার বহরবুনিয়া ইউনিয়ন পরিষদ মাঠে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

নেতাকর্মীদের উদ্দেশে তিনি বলেন, 'দলের মধ্যে কোনো হানাহানি করা যাবে না।
আপনারা একত্রিত থাকলেই ওই স্বৈরাচারের দোসরদের শক্ত হাতে দমন করা যাবে।'

তিনি আরো বলেন, 'দীর্ঘ ৭ বছর পর দেশনেত্রী বেগম খালেদা জিয়া ছেলের কাছে পৌঁছেছেন। এবার তার ভালো চিকিৎসা হবে। বিগত স্বৈরাচার সরকার একটি মিথ্যা মামলা দিয়ে তার বিদেশ যাওয়া রহিত করেছিল।
তিনি পরিপূরণ সুস্থ হয়ে মা-ছেলে আবার আমাদের মাঝে ফিরে আসবেন।'

দোয়া মাহফিল অনুষ্ঠানে ইউনিয়ন বিএনপির সভাপতি আলী আশরাফ ফকিরের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন, জেলা বিএনপির সদস্য শেখ আব্দুল আলীম খোকন, পৌর বিএনপির আহ্বায়ক শিকদার ফরিদুল ইসলাম। দোয়া পরিচালনা করেন হাফেজ মাওলানা শাহ আলী।

নিউজটি আপডেট করেছেন : Banglar Jamin

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ