ঢাকা পর্ব শেষে টেবিলের শীর্ষে রংপুর, বাকিরা কোথায়?
আপলোড সময় :
০৪-০১-২০২৫ ০৩:৫৮:৪৬ অপরাহ্ন
আপডেট সময় :
০৪-০১-২০২৫ ০৩:৫৮:৪৬ অপরাহ্ন
ফাইল ছবি
গত ৩০ ডিসেম্বর মিরপুর শেরে বাংলায় পর্দা উঠেছিল বিপিএলের ১১তম আসরের। ঢাকার প্রথম পর্বে মোট ৮টি ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। দুই দিন বিরতির শুরু হবে সিলেট পর্বের খেলা।
ঢাকা পর্ব শেষে পয়েন্ট টেবিলের শীর্ষ রয়েছে রংপুর রাইডার্স। ঢাকা, সিলেট ও বরিশালকে হারিয়ে হ্যাটট্রিক জয় তুলে নিয়েছে সোহানের দল। এতে ৬ পয়েন্ট নিয়ে সবার ওপরে রয়েছে রংপুর।
এরপরই রয়েছে ঢাকা পর্বে চমক দেখানো আরেকটি দল খুলনা টাইগার্স। টানা দুই ম্যাচ জিতে ৪ পয়েন্ট নিয়ে টেবিয়ের দ্বিতীয় স্থানে রয়েছেন মিরাজ-আফিফরা। আর একটি করে জয়-পরাজয় নিয়ে তৃতীয় এবং চতুর্থ স্থানে রয়েছে চিটাগং কিংস ও ফরচুন বরিশাল। এই দুই দলের পর এক জয় নিয়ে পঞ্চম স্থানে রাজশাহী।
বাকি দুই দল এখনও কোনো জয় পায়নি। তবে ঢাকা পর্বে সবচেয়ে ভরাডুবি স্বাগতিকদের। টানা তিন ম্যাচ হেরে পয়েন্টি টেবিলের তলানিতে রয়েছে ঢাকা ক্যাপিটালস।
আসুন একনজরে দেখে নিই ঢাকা পর্ব শেষে পয়েন্টি টেবিলের কে কোথায়
দলের নাম ম্যাচ জয় হার পয়েন্ট ও রানরেট
১. রংপুর রাইডার্স ৩ ৩ ০ ৬ (২.০১৮)
২. খুলনা টাইগার্স ২ ২ ০ ৪ (১.৪২৫)
৩. চিটাগং কিংস ২ ১ ১ ২ (১.৭০০)
৪. ফরচুন বরিশাল ২ ১ ১ ২ (- ০.৭৯৭)
৫. দুর্বার রাজশহী ৩ ১ ২ ২ (- ১.৭৭১)
৬. ঢাকা ক্যাপিটালস ৩ ০ ৩ ০ (- ১.৩৬৯)
৭. সিলেট স্ট্রাইকার্স ১ ০ ১ ০ (- ১.৭০০)
নিউজটি আপডেট করেছেন : Banglar Jamin
কমেন্ট বক্স