ঢাকা , শনিবার, ০৪ জানুয়ারী ২০২৫ , ২১ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

সর্বনিম্ন তাপমাত্রায় কাঁপছে দিনাজপুর

বাংলার জমিন ডেস্ক :
আপলোড সময় : ০১-০১-২০২৫ ০৩:১৭:৩২ অপরাহ্ন
আপডেট সময় : ০১-০১-২০২৫ ০৩:১৭:৩২ অপরাহ্ন
সর্বনিম্ন তাপমাত্রায় কাঁপছে দিনাজপুর ফাইল ছবি
গত দু'দিন ধরে দিনাজপুরে ঠিকমতো দেখা মিলছে না সূর্যের। এর সঙ্গে ঘন কুয়াশা আর কনকনে হিমেল ঠান্ডা বাতাসে বিপর্যস্ত দিনাজপুরের জনজীবন। এমন আবহাওয়ায় বিপাকে পড়েছেন খেটে খাওয়া নিম্ন আয়ের মানুষেরা।

বুধবার দিনাজপুরের সর্বনিম্ন তাপমাত্রা ১০ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। এদিন বাতাসের আর্দ্রতা ছিল ৯৪ শতাংশ। আর বাতাসের গড় গতিবেগ ঘণ্টায় চার কিলোমিটার।

তাপমাত্রা ৮ থেকে ১০ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে হলে সেটাকে মৃদু শৈত্যপ্রবাহ, ৬ থেকে ৮ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে হলে সেটা মাঝারি শৈত্যপ্রবাহ এবং ৪ থেকে ৬ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে হলে তীব্র শৈত্যপ্রবাহ বলে। আর যদি তাপমাত্রা ৪ ডিগ্রি সেলসিয়াসের আরও নিচে নেমে যায়, তাহলে তাকে তীব্রতর শৈত্যপ্রবাহ বলা হয়। সে হিসেবে দিনাজপুরের তাপমাত্রা মৃদু শৈত্যপ্রবাহের কাছাকাছি রয়েছে। ঘন কুয়াশার কারণে হেডলাইট জ্বালিয়ে চলাচল করছে যানবাহন।

দিনাজপুর আবহাওয়া পর্যবেক্ষণাগারের ভারপ্রাপ্ত কর্মকর্তা তোফাজ্জল হোসেন জানান, উত্তরের হিমালয়ের সামনে জলীয় বাষ্প বলয় অবস্থান করায় ঠান্ডা বাতাস ছিল না। বর্তমানে জলীয় বাষ্প বলয় অপসারিত হয়ে বাতাসের গতিবেগ বেড়েছে। ফলে শীতের তীব্রতা বেড়েছে। এই আবহাওয়া আগামী দু-একদিন থাকতে পারে। তাপমাত্রা আরও কমে শৈত্যপ্রবাহের আশঙ্কা রয়েছে। তবে ৩ তারিখের পরে আবারও জলীয় বাষ্প বলয় হিমালয়ের সামনে অবস্থান করলে বাতাসের গতিবেগ কমে গিয়ে তাপমাত্রা কিছুটা বাড়তে পারে বলেও জানান এই কর্মকর্তা।

আবহাওয়া অধিদপ্তর সূত্রে জানা গেছে, গত সোমবার (৩০ ডিসেম্বর) দিনাজপুরের সর্বনিম্ন তাপমাত্রা ১৫ দশমিক শূন্য ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়। আর মঙ্গলবার (৩১ ডিসেম্বর) তাপমাত্রা কমে দাঁড়ায় ১১ দশমিক ৪ ডিগ্রিতে।

বিডি-

নিউজটি আপডেট করেছেন : Banglar Jamin

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ