বিএনপি নেতার সালিশ বৈঠকে হামলা, স্থানীয়দের গণধোলাইয়ের পর আটক- ৫
বাংলার জমিন ডেস্ক :
আপলোড সময় :
৩০-১২-২০২৪ ০৪:৩৭:৩১ অপরাহ্ন
আপডেট সময় :
৩০-১২-২০২৪ ০৪:৩৭:৩১ অপরাহ্ন
পিরোজপুরের ইন্দুরকানী উপজেলার টগড়া গ্রামে বহিষ্কৃত এক যুবদল নেতার নেতৃত্বে এক জনপ্রতিনিধি বিএনপি নেতার সালিশ বৈঠকে হামলার ঘটনা ঘটেছে। এ সময় স্থানীয়দের গণধোলাইয়ের পর পাঁচজনকে আটক করা হয়েছে। শনিবার রাতে উপজেলার পাড়েরহাট ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান ও উপজেলা বিএনপি'র সিনিয়র যুগ্ম আহবায়ক আব্দুর রাজ্জাক এর টগড়া মোড়ের অফিসে হামলার এ ঘটনা ঘটে।
গত ৫ আগস্টের পর বহিষ্কৃত জেলা যুবদলের যুগ্ম আহবায়ক মোঃ রিয়াজ সিকদার এর নেতৃত্বে এ হামলার ঘটনা ঘটে। আব্দুর রাজ্জাক জানান, তিন দিন আগে টগড়া ফেরিঘাটে দুই ফল ব্যবসায়ীর মধ্যে মারামারির ঘটনা ঘটে। এ ঘটনার একটি সালিশ বৈঠকের জন্য শনিবার সন্ধ্যার পর তার অফিসে দুই পক্ষের লোকজন বসার জন্য সময় নির্ধারণ করা হয়। সালিশের জন্য তারা সবাই যখন অপেক্ষা করতেছিল তখন হঠাৎ করে ৭-৮ টি মোটরসাইকেলযোগে একদল যুবক আরেক পক্ষের হয়ে তার অফিসে প্রবেশ করে। এরপর রিয়াজ সিকদার তার সাথে খারাপ ব্যবহার শুরু করে এবং এক পর্যায়ে তার গায়ে হাত তোলে। এ ঘটনার পর স্থানীয়রাও উত্তেজিত হয়ে ওঠে এবং দুই পক্ষের মধ্যে হাতাহাতির শুরু হয়। পরবর্তীতে রাজ্জাকের উপর হামলার খবর ছড়িয়ে পড়লে তার অনুসারী কয়েক শত মানুষ সেখানে জড়ো হয়। এরপর খবর পেয়ে ইন্দুরকানী থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে। এক পর্যায়ে সেনা সদস্যরা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। এ ঘটনার পর পুলিশ রিয়াজ সহ পাঁচ জনকে আটক করে থানায় নিয়ে যায়। তবে এ ঘটনায় কোন মামলা করবেন না বলে জানিয়েছেন আব্দুর রাজ্জাক। আর ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশনা অনুযায়ী পরবর্তী ব্যবস্থা গ্রহন করে হবে জানিয়েছেন ইন্দুরকানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) শেখ হেলাল উদ্দিন। তবে পুলিশ সুপার খান মুহাম্মদ আবু নাসের জানিয়েছেন, এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।
নিউজটি আপডেট করেছেন : Banglar Jamin
কমেন্ট বক্স