ঢাকা , শনিবার, ২১ ডিসেম্বর ২০২৪ , ৭ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

অভিজ্ঞ এই ক্রিকেটারকে ওয়ানডে বিশ্বকাপ দলে দেখতে চায় ইংল্যান্ড

আন্তর্জাতিক ক্রিকেটে স্টোকসকে ফেরাতে চায় ইংল্যান্ড

বাংলার জমিন ডেস্ক :
আপলোড সময় : ১৩-০৮-২০২৩ ১০:১২:৩৫ অপরাহ্ন
আপডেট সময় : ১৩-০৮-২০২৩ ১০:১২:৩৫ অপরাহ্ন
আন্তর্জাতিক ক্রিকেটে স্টোকসকে ফেরাতে চায় ইংল্যান্ড ফাইল ছবি :
অবসরে যাওয়া বেন স্টোকসকে ওয়ানডে ক্রিকেটে ফেরাতে চায় ইংল্যান্ড। দলের প্রধান কোচ ম্যাথু মট জানান, আগামী ওয়ানডে বিশ্বকাপে অলরাউন্ডার বেন স্টোকসেকে খেলার জন্য অনুরোধ করবেন দলটির অধিনায়ক জস বাটলার। বিশেষজ্ঞ ব্যাটার হিসেবে স্টোকসকে বিশ্বকাপ দলে পেতে আগ্রহী বলেও জানান তিনি।
গত বছরের জুলাইয়ে ওয়ানডে ক্রিকেট থেকে অবসর নেন স্টোকস। এরপর টেস্ট ও টি-টোয়েন্টিতে মনোযোগী হন তিনি। স্টোকস জানিয়েছিলেন, একত্রে তিন ফরম্যাটে খেলতে অস্বস্তিবোধ করছেন তিনি। অভিজ্ঞ এই ক্রিকেটারকে ওয়ানডে বিশ্বকাপ দলে দেখতে চায় ইংল্যান্ড।
ইংল্যান্ডের কোচ জানান, স্টোকসের সঙ্গে আলোচনা করবেন অধিনায়ক বাটলার। স্টোকস বোলিং করতে রাজি না হলে বিশেষজ্ঞ ব্যাটার হিসেবেই তাকে দলে চান। মট বলেন, ‘স্টোকসের সঙ্গে আমাদের সবারই  সরাসরি কথা হয়। আমরা দেখবো সে আগ্রহী কি না। সে কি করবে এ ব্যাপারে এখনও স্পষ্ট কোন ধারণা আমাদের নেই। আমরা এখনও আশাবাদী। আমি সবসময় বলেছি, তার বোলিং আমাদের জন্য বোনাস। তবে শুধুমাত্র ব্যাট হাতে কিংবা মাঠে সে কি করতে পারে সেটা লক্ষ্য করুন।’
গেল মাসে শেষ হওয়া অ্যাশেজ সিরিজে স্টোকসকে পর্যবেক্ষণে রেখেছিলেন মট। দলে তার থাকাটাই অনেক বড় কিছু বলে মনে করেন তিনি। মট বলেন, ‘পুরো অ্যাশেজ সিরিজে আমরা তাকে দেখেছি। তার উপস্থিতি দলের জন্য অসাধারণ। অনেক বছর ধরে ওয়ানডে ক্রিকেটে পারফর্ম করে আসছে। এজন্য আমি বলবো অমূল্য এক যোদ্ধা সে।’
ইংল্যান্ডের হয়ে ১০৫ ওয়ানডেতে ৩টি সেঞ্চুরি ও ২১টি হাফ-সেঞ্চুরিতে ২৯২৪ রান করেছেন স্টোকস। বল হাতে ৭৪টি উইকেট নেন তিনি।

 

নিউজটি আপডেট করেছেন : Banglar Jamin

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ