ঢাকা , বুধবার, ২২ জানুয়ারী ২০২৫ , ৯ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ

শাকিবের সঙ্গী হচ্ছেন পূর্ণিমা-শ্রাবন্তী

বিনোদন ডেক্স
আপলোড সময় : ১৯-১০-২০২৪ ০৪:৪৪:০৯ অপরাহ্ন
আপডেট সময় : ১৯-১০-২০২৪ ০৪:৪৪:৫৮ অপরাহ্ন
শাকিবের সঙ্গী হচ্ছেন পূর্ণিমা-শ্রাবন্তী ফাইল ছবি
ঢাকাই চলচ্চিত্রের দর্শকপ্রিয় অভিনেতা শাকিব খান চলতি বছর সংযুক্ত আরব আমিরাতের সম্মান সূচক গোল্ডেন ভিসা পাওয়ার সুখবর দিয়েছেন। একের পর সুসংবাদ নিয়ে কিছুদিন পর পরই দর্শকদের সামনে হাজির হচ্ছেন এই নায়ক। এরমাঝেই

এবার ফের দুবাই যাচ্ছেন তিনি। আর তার সঙ্গী হচ্ছেন নায়িকা দিলারা হানিফ পূর্ণিমা, কলকাতার অভিনেত্রী শ্রাবন্তী চট্টোপাধ্যায়।


দুবাইয়ের একটি জুয়েলারির শুভেচ্ছাদূত হয়েছেন শাকিব। প্রতিষ্ঠানটির একটি শোরুম উদ্বোধন করতে দুবাই যাচ্ছেন তিনি। সঙ্গে থাকবেন চিত্রনায়িকা দিলারা হানিফ পূর্ণিমা, কলকাতার অভিনেত্রী শ্রাবন্তী চট্টোপাধ্যায়সহ একঝাঁক তারকা। একই মঞ্চে থাকবেন সাবেক তারকা ক্রিকেটার মোহাম্মদ আশরাফুল। আগামী ২৬ অক্টোবর প্রতিষ্ঠানটির এই শাখা উদ্বোধন হবে। সেখানে যোগ দেবেন তারা।

আয়োজকরা জানান, এ অনুষ্ঠানকে ঘিরে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। ধারণা করা হচ্ছে, প্রিয় তারকাদের দেখতে দুবাই গোল্ড সুকের এশিয়া অঞ্চলে অন্তত ২০ হাজার দর্শক উপস্থিত থাকবেন।

এদিকে আগামীকাল ২০ অক্টোবর থেকে মুম্বাইয়ের ইলোরা স্টুডিওতে শুরু হচ্ছে কিং খানের পরবর্তী সিনেমা 'বরবাদে'র শুটিং। এ ছবিতে তার বিপরীতে দেখা যাবে ইধিকা পালকে।
আরও পড়ুন
যে কারণে ৬০ জন দেহরক্ষী নিয়ে শুটিংয়ে যেতে বাধ্য হলেন সালমান

আরটি

নিউজটি আপডেট করেছেন : Banglar Jamin

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ