সুখবর পেলেন মেহজাবীন
                                
                                
                                
                                    
                                        
                                            
                                                  বিনোদন ডেক্স  
                                                
                                                     আপলোড সময় : 
                                                      
                                                                                                              ১৫-০৮-২০২৪ ০২:৩১:০৮ অপরাহ্ন
                                                        
                                                
  
                                                
                                                     আপডেট সময় : 
                                                                                                            ১৫-০৮-২০২৪ ০২:৩১:০৮ অপরাহ্ন
                                                       
                                                
 
                                             
                                         
                                        
                                        
                                     
                                 
                             
                            
                                
                                 ফাইল ছবি 
                             
                            
                            
                            
                                শোবিজের জনপ্রিয় অভিনেত্রী মেহজাবীন চৌধুরী। প্রতিনিয়ত ভিন্ন ভিন্ন চরিত্রে অভিনয় করে দর্শকদের মাঝে মুগ্ধতা ছড়িয়ে যাচ্ছেন তিনি। পর্দায় নিজের চরিত্রকে বাস্তবতার রূপে ফুটিয়ে তুলতে যেন চেষ্টার শেষ নেই তার। নাটক, টেলিফিল্ম, ওয়েব সিরিজে দুর্দান্ত পারফর্ম করা মেহজাবীন এবার বড় সুখবর পেলেন নিজের ফিল্মি ডেব্যুতে।
তার অভিনীত প্রথম সিনেমা 'সাবা' মুক্তির আগেই টরন্টো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের ডিসকভারি প্রোগ্রামে নির্বাচিত হয়েছে। বিভিন্ন দেশের নবাগত ও উদীয়মান পরিচালকদের প্রথম ও দ্বিতীয় পূর্ণদৈর্ঘ্য কাহিনিচিত্র স্থান পায় ডিসকভারি প্রোগ্রামে। এবারের আসরে নির্বাচিত হয়েছে মোট ২৪টি চলচ্চিত্র। এরমধ্যে রয়েছে মেহজাবীন অভিনীত 'সাবা'। নির্বাচিত ২৪টি সিনেমার মধ্যে ওয়ার্ল্ড প্রিমিয়ার হবে ২০টির।
'সাবা' সিনেমাটি পরিচালনা করেছেন মাকসুদ হোসেন। এতে নাম ভূমিকায় দেখা যাবে মেহজাবীনকে। এছাড়া আরও অভিনয় করেছেন রোকেয়া প্রাচী ও মোস্তফা মনোয়ার।
উল্লেখ্য, বিশ্বের অন্যতম বৃহত্তম চলচ্চিত্র উৎসবগুলোর একটি টরন্টো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব (টিআইএফএফ)। কান চলচ্চিত্র উৎসব-এর পর বিশ্বের সবচেয়ে মর্যাদাপূর্ণ এই উৎসবের ৪৯তম আসর বসতে যাচ্ছে আগামী ৫ সেপ্টেম্বর।
 
                            
নিউজটি আপডেট করেছেন : Banglar Jamin
                                
                
 
 কমেন্ট বক্স