ঢাকা , মঙ্গলবার, ১৭ সেপ্টেম্বর ২০২৪ , ১ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ

শিক্ষিকাকে হেনস্তায় পরী মণির ক্ষোভ

বাংলার জমিন ডেস্ক :
আপলোড সময় : ০১-০৮-২০২৪ ০৪:০৯:৩৩ অপরাহ্ন
আপডেট সময় : ০১-০৮-২০২৪ ০৪:০৯:৩৩ অপরাহ্ন
শিক্ষিকাকে হেনস্তায় পরী মণির ক্ষোভ ফাইল ছবি
কোটা সংস্কার আন্দোলনকে ঘিরে সাধারণ জনগণের পাশাপাশি শিক্ষার্থীদের সঙ্গে একাত্মতা প্রকাশ করেছেন তারকারাও। আর আন্দোলনের বেশ কিছু স্থিরচিত্র, ভিডিও ব্যাপক আলোচনার সৃষ্টি করেছে সামাজিক পাতায়। অধিকাংশ ভিডিও সাধারণ মানুষের মাঝে ক্ষোভের সৃষ্টি করেছে।

এসব ঘটনায় সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজ নিজ জায়গা থেকে প্রতিবাদ করছেন শোবিজ অঙ্গনের তারকারা। এবার এক শিক্ষিকাকে হেনস্তার ঘটনায় তারকাদের মধ্যে আওয়াজ তোলেন চিত্রনায়িকা পরী মণি।

গতকাল বুধবার (৩১ জুলাই) নিজের ফেসবুকে একটি ভিডিও শেয়ার করে ক্যাপশনে নিজের ক্ষোভ জানিয়েছেন এই অভিনেত্রী। ক্যাপশনে পরী মণি লিখেছেন, 'ছি ছি ছি। থুথু এদের মুখের উপর। শকুনের মতন চারপাশ থেকে কিভাবে একজন মহিলার উপর সবার সামনে ঝাপায়ে পরতেছে! তাও একজন শিক্ষক এর উপর!'

এসব ঘটনা আর নিতে পারছেন না উল্লেখ করে এই নায়িকা বলেন, 'কত চুপ থাকা যায় আর সরি। চিৎকার করে কান্না আসতেছে… … আল্লাহ তুমি ধ্বংস করে দাও পৃথিবী!'

২ মিনিট ২৮ সেকেন্ডের সেই ভিডিওতে দেখা যায়, একজন শিক্ষিকা কয়েকজন হামলাকারী ও এক পুলিশ কর্মকর্তার সঙ্গে তর্ক করছেন। এ সময় তিনি হামলাকারীদের উদ্দেশে প্রশ্ন করেন, আপনারা মারেন নাই? এরা আমার ছাত্র। আপনারা গুলি চালান নাই?

এরপর ওই হামলাকারীদের মাঝে এক ব্যক্তি সেই শিক্ষিকাকে 'রাজাকার'বললে আরও ক্ষিপ্ত হয়ে যান শিক্ষিকা। সেই সঙ্গে পাল্টা জবাবে তিনি বলেন, 'রাজাকার' বলতে নিষেধ করেন। একইসঙ্গে তিনি বলেন, এই সংস্কৃতি থেকে বের হয়ে আসেন।

পরে সেই শিক্ষিকার ওপর হামলাকারীরা চড়াও হওয়ার চেষ্টা করলে সেখান থেকে শিক্ষিকাকে সরিয়ে নেওয়ার চেষ্টা করেন পুলিশ কর্মকর্তা। এক পর্যায়ে হামলাকারীরা ওই নারী শিক্ষিকাকে হেনস্তা করেন।
পরী মণি

নিউজটি আপডেট করেছেন : Banglar Jamin

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ