ঢাকা , রবিবার, ২২ ডিসেম্বর ২০২৪ , ৮ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

মা হারালেন পূজা চেরি

বিনোদন ডেক্স
আপলোড সময় : ২৪-০৩-২০২৪ ০২:০৩:০৩ অপরাহ্ন
আপডেট সময় : ২৪-০৩-২০২৪ ০২:০৩:০৩ অপরাহ্ন
মা হারালেন পূজা চেরি ফাইল ছবি
চিত্রনায়িকা পূজা চেরির মা ঝর্ণা রায় মারা গেছেন। রবিবার (২৪ মার্চ) বেলা ১১টায় রাজধানীর মিরপুরের নিজ বাসায় মৃত্যু হয়েছে তার। অভিনেত্রীর মায়ের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন জাজ মাল্টিমিডিয়ার কর্ণধার ও প্রতিষ্ঠাতা আবদুল আজিজ।


এ প্রযোজক জানান, দীর্ঘদিন ধরে ডায়াবেটিসসহ নানা অসুস্থতা ভুগছিলেন পূজা চেরির মা। কয়েক সপ্তাহ আগে তার শারীরিক অবস্থার অবনতি হতে থাকে। ফলে মিরপুরের একটি হাসপাতালে তাকে নেওয়া হয়। সেখানে আইসিউতে রাখা হয়।

আরও জানান, এরপর কিছুটা সুস্থ হয়ে উঠলে বাসায় আনা হয় তাকে। তারপরও শেষরক্ষা হলো না। আজ হুট করেই না ফেরার দেশে চলে গেলেন তিনি।

জাজ মাল্টিমিডিয়ার হাত ধরে শিশু শিল্পী থেকে নায়িকা হন পূজা চেরি। সৌন্দর্য ও অভিনয় দক্ষতা দিয়ে শুরুতেই পান জনপ্রিয়তা, হন প্রশংসিত।


 

নিউজটি আপডেট করেছেন : Banglar Jamin

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ