তথ্য ব্যবহার করে করা হতে পারে ব্ল্যাকমেইল।
বাংলার জমিন ডেস্ক :
আপলোড সময় :
০২-০১-২০২৪ ০২:৩৫:৫৮ অপরাহ্ন
আপডেট সময় :
০২-০১-২০২৪ ০২:৩৫:৫৮ অপরাহ্ন
ফাইল ছবি
অ্যান্ড্রয়েড মোবাইল ব্যবহারকারীদের জন্য সবচেয়ে বড় হুমকি তথ্য চুরি হয়ে যাওয়া। বিভিন্ন ম্যালওয়ার ও লিঙ্কে ক্লিক করার কারণে মোবাইলের নিয়ন্ত্রণ নিয়ে নিতে পারেন অন্য কেউ। আর এমনটি হলে ফোনের সব তথ্য চুরি হয়ে যেতে পারে। সেই তথ্য ব্যবহার করে করা হতে পারে ব্ল্যাকমেইল।
প্রযুক্তভিত্তিক ভারতীয় সংবাদমাধ্যম গ্যাজেটস নাও বলছে, স্মার্টফোনে ইনস্টল করা অ্যাপের কারণেও চুরি হয়ে যেতে পারে বিভিন্ন তথ্য। এ কারণে বেছে ও বোঝেশুনে অ্যাপ ইনস্টল করা উচিৎ।
মোবাইলে ক্ষতিকর এমন ১৩টি অ্যাপের একটি তালিকা প্রকাশ করেছেন ম্যাকাফি। এদের বলা হচ্ছে 'সামালিসিয়াস'। তারা বলছে, এসব অ্যাপ থাকলে ম্যালওয়ারের সুবিধা নিয়ে যে কেউ সোশ্যাল ইঞ্জিনিয়ারিংয়ের মাধ্যমে মোবাইলের নিয়ন্ত্রণ নিয়ে নিতে পারেন। এতে ডিভাইসের আসল মালিকের অনুমতি নিতে হয় না।
এমন ক্ষেত্রে সাধারণত প্রথমে ফোনে নতুন একটি অ্যাপ ইনস্টল করা হয়। পরে সেই অ্যাপের মাধ্যমে সব কার্যক্রম চালায় সেই হ্যাকার।
এই ক্ষতিকর ১৩টি অ্যাপ হলো
এসেনসিয়াল হরোস্কোপ ফর অ্যান্ড্রয়েড
থ্রিডি স্কিন এডিটর
লোগো মেকার প্রো
অটো ক্লক রিপিটার
কাউন্ট ইজি ক্যালরি ক্যালকুলেটর
সাউন্ড ভলিউম এক্সটেন্ডার
লেটার লিংক
নিউমেরোলোজি: পারসোনাল হরোস্কোপ অ্যান্ড নাম্বার প্রেডিকশন
স্টেপ কিপার: ইজি পেডোমিটার
ট্র্যাক ইউর স্পিড
সাউন্ড ভলিউম বুস্টার
অ্যাস্ট্রোলজিক্যাল নেভিগেটর: ডেইলি হরোস্কোপ অ্যান্ড ট্যারোট
ইউনিভার্সাল ক্যালকুলেটর
নিউজটি আপডেট করেছেন : Banglar Jamin
কমেন্ট বক্স