বাংলাদেশ সরকার কর্তৃক রাষ্ট্রীয়ভাবে (CIP) সি আই পি নির্বাচিত বেলাল হোসাইন
বেলাল হোসাইন সরকার (CIP) সি আই পি নির্বাচিত
বাংলার জমিন ডেস্ক :
আপলোড সময় :
২৬-১২-২০২৩ ০৩:৫৪:০৭ অপরাহ্ন
আপডেট সময় :
২৬-১২-২০২৩ ০৩:৫৪:০৭ অপরাহ্ন
ফাইল ছবি
বেলাল হোসাইন সরকার বাংলাদেশ সরকার কর্তৃক রাষ্ট্রীয়ভাবে (CIP) সি আই পি নির্বাচিত হওয়ায় আমরা দেশবাসী, এলাকাবাসী, গ্রামবাসী, পরিবার ও আত্মীয় স্বজন সবাই আনন্দিত ও গর্বিত।
** — উনার সংক্ষিপ্ত পরিচয়– **
______@হোসাইন বেলাল সরকার ( বেলাল হোসাইন)---
** এস এস সি (দাখিল) - ২০০১. (বিজ্ঞান বিভাগ) চান্দেরচর দারুল ইসলাম আলিম মাদ্রাসা- হোমনা .
** এইচ এস সি (আলিম) - ২০০৩.- ছারছীনা দারুস্সুন্নাত কামিল মাদ্রাসা - পিরোজপুর।
** ফাজিল (ডিগ্রী ) - ২০০৫.- ছারছীনা দারুস্সুন্নাত কামিল মাদ্রাসা - পিরোজপুর।
** কামিল ( মাস্টার্স) - ২০০৭/ ২০০৯.- ছারছীনা দারুস্সুন্নাত কামিল মাদ্রাসা - পিরোজপুর।
** বি এ (অনার্স ) ইংলিশ ডিপার্টমেন্ট - জগন্নাথ ইউনিভার্সিটি ( এডমিশন ২০০৪/২০০৫ )।
** মাস্টার্স - ইংলিশ ডিপার্টমেন্ট - জগন্নাথ ইউনিভার্সিটি --
** এল এল বি ( 1st year রানিং স্টুডেন্ট - ঢাকা মেট্রোপলিসে ইডিএল ল কলেজ , ফার্মগেট - USA ভিসা হলো তাই ইনকমপ্লিট রেখে ই চলে আসেন )।
** USA F1 student ভিসা - জানুয়ারী 2012. __ ESL / EFL পড়াশুনা করেন ২ বছর।
** মাস্টার্স ইন সাইন্স , Computer Information Systems and Engineering…
** USA তে টোটাল ২ টা ইউনিভার্সিটি এন্ড ১ টা কলেজে পড়াশুনা করেন -
1- Delgado College, LA.
2- University Of New Orleans, LA.
3- Southern University, LA.
।
** USA ভিবিন্ন মাল্টিন্যাশনাল কোম্পানির হেডকোয়ার্টার্স এন্ড USA এর সরকারের ভিনিন্ন সেক্টর/মন্ত্রণালয়ে উচ্চ পদে চাকরি করেছেন ।
** USA EB2 (E26 ) প্রফেশনাল স্কীলড ক্যাটাগরিতে PR পেয়েছেন |
** বাংলাদেশের আর্থ-সামাজিক উন্নয়নে ভিবিন্ন ক্যাটাগরিতে সর্বদা নিজেকে বিলিয়ে দিয়ে যাচ্ছেন ।
** এখন সিনিয়র সফটওয়্যার ইঞ্জিনিয়ার হিসাবে USA মাল্টিন্যাশনাল কোম্পানির হেডকোয়ার্টার্স এ কর্মরত আছেন।
** পাশাপাশি বর্তমানে তিনি USA তে নিজ মালিকানাধীন সফটওয়্যার ট্রেনিং এন্ড কনসাল্টিং কোম্পানি ও এক্সপোর্ট ইম্পোর্ট কোম্পানি পরিচালনা করছেন।
** তিনি ও তার পরিবার নিজেদের অর্থ ও পারিবারিক ননপ্রফিট অর্গানাইজেশন (SKS-BD) এর মাধ্যমে সমাজের সর্বস্তরে নিজেদেরকে বিলিয়ে দিয়ে কাজ করে যাচ্ছেন বাংলাদেশের মানব ও শিক্ষা সম্পদ ডেভেলপমেন্টের জন্য।
*** উনার পরিবার :
** বাবা : আলহাজ্ব সানাউল্লাহ সরকার ,
** মা : উম্মে কুলসুম ,
গ্রাম : তাতুয়ারচর ( চান্দেরচর), পোস্ট : চান্দেরচর, থানা : হোমনা , জিলা : কুমিল্লা।
** ঢাকা : আমেরিকান গার্ডেন , জাইম ভিলা- দক্ষিণ বনশ্রী 1219.
** ভাই :
১-আলহাজ্ব খলিলুর রহমান সরকার।
২- আলহাজ্ব জাকির হোসাইন সরকার |
৩- ইঞ্জিনিয়ার মিজানুর রহমান সরকার |
** বোন : ১- মিসেস রোকসানা বেগম সরকার(১০ম স্ট্যান্ড এসএসসি ১৯৯৬)।
** স্ত্রী: ডাঃ জিনিয়া চৌধুরী।
*** সন্তান : জাইম হোসাইন আওয়াব।
–তিনি ও তার পরিবার আপনাদের সবার জন্য ও দেশ-জাতির জন্য সর্বদা দোয়া করেন।
— তিনি ও তার পরিবারের জন্য আপনারা সবাই দোয়া করবেন।
নিউজটি আপডেট করেছেন : Banglar Jamin
কমেন্ট বক্স