বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সামধিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান ,মাহি
                                
                                
                                
                                    
                                        
                                            
                                                  বিনোদন ডেক্স  
                                                
                                                     আপলোড সময় : 
                                                      
                                                                                                              ১২-১২-২০২৩ ০২:২২:১৪ অপরাহ্ন
                                                        
                                                
  
                                                
                                                     আপডেট সময় : 
                                                                                                            ১২-১২-২০২৩ ০২:২২:১৪ অপরাহ্ন
                                                       
                                                
 
                                             
                                         
                                        
                                        
                                     
                                 
                             
                            
                                
                                 ফাইল ছবি 
                             
                            
                            
                            
                                আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোটের মাঠে চিত্রনায়িকা মাহিয়া মাহি। রাজশাহী-১ আসনের স্বতন্ত্র প্রার্থী তিনি। নানা ঘটনা আর নাটকীয়তার পর গতকাল তাঁর মনোনয়ন বৈধ ঘোষণা করেছে নির্বাচন কমিশন। আর এরপরই নির্বাচনী কার্যক্রম শুরুর আগে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সামধিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান 'অগ্নি'খ্যাত এই চিত্রনায়িকা।
আজ মঙ্গলবার সকালে বঙ্গবন্ধুর সমাধিস্থলে পুষ্পস্তবক অর্পণ করেন মাহি। সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ কিছু স্থিরচিত্র শেয়ার করে তিনি লিখেছেন, 'জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিস্থলে পুষ্পস্তবক অর্পণ এবং মোনাজাত করে আমার নির্বাচনী কার্যক্রম শুরু করলাম। সকলের কাছে আমার জন্য দোয়া চাই আমি যেন আগামী ৭ই জানুয়ারি নির্বাচনে বিপুল ভোটে জয়ী হয়ে আমার নির্বাচনী এলাকার জনগণের সেবা করতে পারি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।'
এ সময় মাহিয়া মাহির সঙ্গে তাঁর স্বামী রাকিব সরকার ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
প্রসঙ্গত, স্বাক্ষরের গড়মিল ও সমর্থকের তথ্য ভুল থাকায় গত ৩ ডিসেম্বর মাহির মনোনয়নটি বাতিল করা হয়েছিল। তখনই তিনি আপিল করবেন বলে জানিয়েছিলেন। এরপর যাচাই-বাছাই করে গতকাল ১১ ডিসেম্বর মাহির প্রার্থীতা বৈধ ঘোষণা করেন নির্বাচন কমিশন।
  
এর আগে চাঁপাইনবাবগঞ্জ-২ (নাচোল-গোমস্তাপুর-ভোলাহাট) আসন থেকে আওয়ামী লীগের মনোনয়ন চেয়েছিলেন মাহিয়া মাহি। কিন্তু শেষ পর্যন্ত মনোনয়ন পাননি। এরপর তিনি তাঁর নানাবাড়ির আসনে (রাজশাহী-১) স্বতন্ত্র প্রার্থী হয়েছেন। তানোর শুধু তাঁর নানাবাড়িই নয়, সেখানেই তাঁর জন্ম ও বেড়ে ওঠা। সেখানকারই মানুষ এই চিত্রনায়িকা।
                            
নিউজটি আপডেট করেছেন : Banglar Jamin
                                
                
 
 কমেন্ট বক্স