ঢাকা , সোমবার, ৩০ ডিসেম্বর ২০২৪ , ১৬ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

হালকা ও ভারী শীতের জন্য থাকছে পোশাক

বিনোদন ডেক্স
আপলোড সময় : ১৭-১১-২০২৩ ০১:৪১:২১ অপরাহ্ন
আপডেট সময় : ১৭-১১-২০২৩ ০১:৪১:২১ অপরাহ্ন
হালকা ও ভারী শীতের জন্য থাকছে পোশাক ফাইল ছবি
লা রিভের উইন্টার কালেকশন
হালকা ও ভারী শীতের জন্য থাকছে পোশাক


শীতের প্রারম্ভেই দেশের অন্যতম ফ্যাশন ও লাইফস্টাইল ব্র্যান্ড লা রিভ যাত্রা করল তাদের উইন্টার কালেকশন। এখানে নারী, পুরুষ, টিন ও শিশু সবার জন্যই রয়েছে শীত পোশাক। আধুনিক ডিজাইন ও প্রিন্ট সমন্বয়ে করা হয়েছে প্রতিটি পোশাক।

লা রিভের পোশাকের রঙে প্রাধান্য পেয়েছে কম্পোস্ট, শ্যাওলা,পান্না, কমলা, বাদামী, গেরুয়া, ফন, টিক উড, বেগুনি, টিম্বার, প্যাস্টেল ইয়েলো, ডাস্টি রোজ, লাটে, হেজেল, চেরি রেড, গ্রে ও কালো। জোর দেয়া হয়েছে সাসটেইনেবল উপকরণের ব্যবহারে।

লা রিভের প্রধান নির্বাহী পরিচালক মন্নুজান নার্গিস বলেন, শীত উপলক্ষে লাইট, লেয়ার ও হেভি উইন্টারওয়ার, এই তিনভাগে কালেকশন লঞ্চ করেছে লা রিভ। লাইট উইন্টারের জন্য আমরা ডেনিমের কালেকশন 'ইন্ডিগো ভাইবস' লঞ্চ করেছি। ওপেন ফ্রন্টের নানান বৈচিত্র্যময় ডিজাইন এসেছে। কিছু কিছু জ্যাকেটে মিনিমাল কারচুপি ও এমব্রয়ডারির কাজ করা হয়েছে। লেয়ারিং এর জন্য শাল ও পঞ্চর নজরকাড়া ডিজাইন আনা হয়েছে। হেভি উইন্টারের জন্য আছে ব্লেজার, জ্যাকেট, সোয়েটশার্ট, হুডি ইত্যাদি।
শীতের পোশাকে থাকছে পশ্চিমা ফ্যাশনের সংমিশ্রণ। ছবি: লা রিভ
শীতের পোশাকে থাকছে পশ্চিমা ফ্যাশনের সংমিশ্রণ।শীতের পোশাকে থাকছে পশ্চিমা ফ্যাশনের সংমিশ্রণ। ছবি: লা রিভ

মেয়েদের কালেকশনে শীত পোশাকের সঙ্গে রয়েছে মানানসই লং, মিডি ও র‌্যাপ টিউনিক এবং ফিট অ্যান্ড ফ্লেয়ার টপস। এখানে স্টাইলিশ জ্যাকেট পেয়েছে প্রাধান্য। কাজ করা শল, ল্যাপেল, র‌্যাপ, ওপেন ফ্রন্ট জ্যাকেটের পাশাপাশি এবারই নতুন ট্রেঞ্চ-স্টাইল জ্যাকেট এনেছে তারা। অফিস, পার্টি ও ক্যাজুয়াল অকেশনে পরার উপযোগী সোয়েটার, সোয়েটশার্ট ও কার্ডিগানের পাশেই দেখা যাবে ট্রেন্ডি পঞ্চ ও শালের ইউনিক সব ডিজাইন। ক্যাজুয়াল কালেকশনে যোগ হয়েছে নতুন জাম্পস্যুট, সালোয়ার কামিজ ও শ্রাগ।

পোশাকে রঙের দিয়েও নজর দিয়েছে ফ্যাশন ব্র্যান্ডটি। ছবি: লা রিভ

ছেলেদের কালেকশনে থাকছে কার্গো, বাইকার-স্টাইল, বোম্বার, হুডি ও ডেনিম জ্যাকেট। পাশাপাশি থাকছে হুডেড উইন্ডব্রেকারের সমারোহ। শার্ট স্টাইলের জ্যাকেট বা শ্যাকেটও রয়েছে আয়োজনে। আরো পাওয়া যাবে উল ও জ্যাকেট স্টাইলের ভেস্ট, সোয়েটার, হুডি ও বোম্বার-স্টাইল সোয়েটশার্ট ও কার্গোস্টাইল হুডি। খেলা প্রেমীদের জন্যে অ্যাক্টিভওয়ার বিভাগে র‌্যাগলান স্লিভড হুডি সোয়েটশার্ট সংযোজন করা হয়েছে। আরও থাকছে ফুল-স্লিভড টি ও পোলো শার্ট। তাদের ব্লেজার ও ডেনিম কালেকশন, যা এবার ক্রেতাদের মুগ্ধ করবে। ডেনিমের জ্যাকেট, শ্যাকেট, শার্ট, টিউনিক ও টপসের নতুন ডিজাইন এসেছে।

লা রিভের উইন্টার কালেকশন হালকা ও ভারী শীতের জন্য থাকছে পোশাক  শীতের প্রারম্ভেই দেশের অন্যতম ফ্যাশন ও লাইফস্টাইল ব্র্যান্ড লা রিভ যাত্রা করল তাদের উইন্টার কালেকশন। এখানে নারী, পুরুষ, টিন ও শিশু সবার জন্যই রয়েছে শীত পোশাক। আধুনিক ডিজাইন ও প্রিন্ট সমন্বয়ে করা হয়েছে প্রতিটি পোশাক। ইনডিপেনডেন্ট ডেস্ক প্রকাশ : ১৭ নভেম্বর ২০২৩, ০১:০০ পিএম https://www.itvbd.com/113523 নতুন ডিজাইনের শীত পোশাক এনেছে প্রতিষ্ঠানটি। ছবি: লা রিভ নতুন ডিজাইনের শীত পোশাক এনেছে প্রতিষ্ঠানটি। ছবি: লা রিভ  লা রিভের পোশাকের রঙে প্রাধান্য পেয়েছে কম্পোস্ট, শ্যাওলা,পান্না, কমলা, বাদামী, গেরুয়া, ফন, টিক উড, বেগুনি, টিম্বার, প্যাস্টেল ইয়েলো, ডাস্টি রোজ, লাটে, হেজেল, চেরি রেড, গ্রে ও কালো। জোর দেয়া হয়েছে সাসটেইনেবল উপকরণের ব্যবহারে। ad  লা রিভের প্রধান নির্বাহী পরিচালক মন্নুজান নার্গিস বলেন, শীত উপলক্ষে লাইট, লেয়ার ও হেভি উইন্টারওয়ার, এই তিনভাগে কালেকশন লঞ্চ করেছে লা রিভ। লাইট উইন্টারের জন্য আমরা ডেনিমের কালেকশন ‘ইন্ডিগো ভাইবস’ লঞ্চ করেছি। ওপেন ফ্রন্টের নানান বৈচিত্র্যময় ডিজাইন এসেছে। কিছু কিছু জ্যাকেটে মিনিমাল কারচুপি ও এমব্রয়ডারির কাজ করা হয়েছে। লেয়ারিং এর জন্য শাল ও পঞ্চর নজরকাড়া ডিজাইন আনা হয়েছে। হেভি উইন্টারের জন্য আছে ব্লেজার, জ্যাকেট, সোয়েটশার্ট, হুডি ইত্যাদি।  শীতের পোশাকে থাকছে পশ্চিমা ফ্যাশনের সংমিশ্রণ।শীতের পোশাকে থাকছে পশ্চিমা ফ্যাশনের সংমিশ্রণ। ছবি: লা রিভ ad  মেয়েদের কালেকশনে শীত পোশাকের সঙ্গে রয়েছে মানানসই লং, মিডি ও র‌্যাপ টিউনিক এবং ফিট অ্যান্ড ফ্লেয়ার টপস। এখানে স্টাইলিশ জ্যাকেট পেয়েছে প্রাধান্য। কাজ করা শল, ল্যাপেল, র‌্যাপ, ওপেন ফ্রন্ট জ্যাকেটের পাশাপাশি এবারই নতুন ট্রেঞ্চ-স্টাইল জ্যাকেট এনেছে তারা। অফিস, পার্টি ও ক্যাজুয়াল অকেশনে পরার উপযোগী সোয়েটার, সোয়েটশার্ট ও কার্ডিগানের পাশেই দেখা যাবে ট্রেন্ডি পঞ্চ ও শালের ইউনিক সব ডিজাইন। ক্যাজুয়াল কালেকশনে যোগ হয়েছে নতুন জাম্পস্যুট, সালোয়ার কামিজ ও শ্রাগ।  পোশাকে রঙের দিয়েও নজর দিয়েছে ফ্যাশন ব্র্যান্ডটি।পোশাকে রঙের দিয়েও নজর দিয়েছে ফ্যাশন ব্র্যান্ডটি। ছবি: লা রিভ  ছেলেদের কালেকশনে থাকছে কার্গো, বাইকার-স্টাইল, বোম্বার, হুডি ও ডেনিম জ্যাকেট। পাশাপাশি থাকছে হুডেড উইন্ডব্রেকারের সমারোহ। শার্ট স্টাইলের জ্যাকেট বা শ্যাকেটও রয়েছে আয়োজনে। আরো পাওয়া যাবে উল ও জ্যাকেট স্টাইলের ভেস্ট, সোয়েটার, হুডি ও বোম্বার-স্টাইল সোয়েটশার্ট ও কার্গোস্টাইল হুডি। খেলা প্রেমীদের জন্যে অ্যাক্টিভওয়ার বিভাগে র‌্যাগলান স্লিভড হুডি সোয়েটশার্ট সংযোজন করা হয়েছে। আরও থাকছে ফুল-স্লিভড টি ও পোলো শার্ট। তাদের ব্লেজার ও ডেনিম কালেকশন, যা এবার ক্রেতাদের মুগ্ধ করবে। ডেনিমের জ্যাকেট, শ্যাকেট, শার্ট, টিউনিক ও টপসের নতুন ডিজাইন এসেছে।   ভারী পোশাকের পাশাপাশি হালকা কালেকশনও রয়েছে। ভারী পোশাকের পাশাপাশি হালকা কালেকশনও রয়েছে। ছবি: লা রিভভারী পোশাকের পাশাপাশি হালকা কালেকশনও রয়েছে। ভারী পোশাকের পাশাপাশি হালকা কালেকশনও রয়েছে। ছবি: লা রিভ

টিন ও শিশুদের কালেকশনে পাওয়া যাবে সোয়েটার, কার্ডিগান, হুডি, জ্যাকেট, সোয়েটশার্ট, সোয়েটপ্যান্ট ও শীত উপযোগি টি ও পোলো শার্ট।পাশাপাশি নতুন শার্ট, টিশার্ট, ফ্রক, টিউনিক তো আছেই। উইন্টার অ্যাক্সেসরিজ বিভাগে যুক্ত হয়েছে ম্যাচিং মাফলার ও বিনি ক্যাপ। পোশাকের পাশাপাশি লা রিভ হোম, অ্যাক্সেসরিজ, জুয়েলারি, হ্যান্ডব্যাগ ও ফুটওয়ার সেগমেন্টে উইন্টার উপলক্ষে নতুন ডিজাইন যোগ হয়েছে। শোরুমের পাশাপাশি তাদের পোশাক কেনা যাবে অনলাইনে (www.lerevecraze.com)।

নিউজটি আপডেট করেছেন : Banglar Jamin

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ