
কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক বলেছেন, একটি গোষ্ঠী ধর্মকে ব্যবহার করে রাজনৈতিক অঙ্গন উত্তপ্ত করতে চায়। এদের বিষয়ে সতর্ক থাকতে হবে। নির্বাচনের মাধ্যমে ক্ষমতার পরিবর্তন হবে। ধর্মকে ব্যবহারের প্রক্রিয়া এখনো অব্যাহত রয়েছে। স্বাধীনতাবিরোধীরা এখনো তৎপর রয়েছে।
শনিবার (১৪ মে) সকালে রাজধানীর রমনা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে বাংলাদেশ কৃষি ফার্ম শ্রমিক ফেডারেশনের সপ্তম জাতীয় সম্মেলনে বক্তব্যে এ কথা বলেন তিনি।
ধর্মান্ধদের বিরুদ্ধে শ্রমিকদের সতর্ক থাকার আহ্বান জানিয়ে কৃষিমন্ত্রী বলেন, সমৃদ্ধ বাংলাদেশ গড়তে হলে কৃষি খাতকে গুরুত্ব দিতে হবে। সেই সঙ্গে লাভজনক করতে হবে। যেসব শ্রমিক সারা বছর নিষ্ঠার সঙ্গে কাজ করেন, তাদের নিয়মিত করতে হবে।
তিনি আরও বলেন, ন্যূনতম মজুরি নির্ধারণ করাসহ শ্রমিকদের দাবি পূরণে কাজ করা হবে। শ্রমিকদের সুযোগ-সুবিধা বাড়ানো হবে। বাংলাদেশ বিদেশি সহায়তার ওপর নির্ভরশীল নয়।
সূত্র- সময় টিভি
ডেস্ক রিপোর্ট/ জান্নাত