কুড়িগ্রামের রাজারহাট উপজেলার ঘড়িয়ালডাঙ্গা ইউনিয়নের মুশরুত নাখেন্দার মকবুল হোসেনের পুত্র মো. মাইদুল ইসলাম (সেনাবাহিনীর ভুয়া মেজর)কে বৃহস্পতিবার দিবাগত রাত ১২ঃ০০ ঘটিকায় গ্রেফতার করছেন রাজারহাট থানা পুলিশ।
এলাকাবাসী ও রাজারহাট থানা পুলিশ সূত্রে জানা যায়– মো. মাইদুল ইসলাম কুমিল্লার একটি এলাকা থেকে সেনাবাহিনীর সৈনিক পদে চাকুরী দেয়ার নাম করে এক যুবকের কাছ থেকে প্রায় ৭ লক্ষ ৭০ হাজার টাকা হাতিয়ে নিয়েছে। প্রতারক মাইদুল ইসলাম কুমিল্লার বিভিন্ন জায়গায় নিজেকে সেনাবাহিনীর মেজর বলে পরিচয় দিতেন বলে জানান পুলিশ।
এ বিষয়ে রাজারহাট থানার অফিসার ইনচার্জ রাজু সরকার জানান গ্রেফতারকৃত যুবক বাংলাদেশ সেনাবাহিনীর নাম ব্যবহার করে ভুয়া মেজর পরিচয় দিয়ে প্রতারণা করেছে,তাই তার বিরুদ্ধে থানায় মামলা করার প্রস্তুতি চলছে।