অসীম চাকমা, বিলাইছড়ি প্রতিনিধিঃ
রাঙ্গামাটির বিলাইছড়িতে যৌথবাহিনির অভিযানে ৬ আগ্নেয়াস্ত্রসহ ৭ জন দূর্বৃত্তকে আটক করা হয়েছে।
আটককৃতরা হলো-চাইলগ্য ত্রিপুরা(৬০), বলিয়াম ত্রিপুরা(৪৮), বিরমনি ত্রিপুরা(৪৫), বিষ্ণমনি ত্রিপুরা(৪৪), লক্ষন ত্রিপুরা(৩০), জীবন ত্রিপুরা(২৬), বীর বাহাদুর ত্রিপুরা(২৬)।
বিলাইছড়ি থানার ওসি (তদন্ত) মো: নুরুল হক ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, উপজেলার ফারুয়া ইউনিয়নের নতুন পাড়া এলাকা থেকে এই সাজনকে রোববার সন্ধ্যায় আটক করা হয়েছে। এসময় আটককৃতদের কাছ থেকে ৬টি আগ্নেয়াস্ত্র, ০৮টি কার্টুজ, বিস্ফোরক দ্রব্য, ০২টি চাকু, ০২টি ছবি, ০৩টি সীল ও একটি চেক বই উদ্ধার করা হয়েছে। তিনি আরও জানান, আটককৃতদের বিরুদ্ধে বিলাইছড়ি থানায় দুইটি মামলা দায়ের প্রক্রিয়া চলছে।