আব্দুল কুদ্দুস, কুলাউড়া (মৌলভীবাজার) প্রতিনিধিঃ
কুলাউড়ায় খাসিয়াপুঞ্জির দরিদ্র পরিবারের ৫০ জন সদস্যের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। মঙ্গলবার (২৯ ডিসেম্বর) দুপুর ১২টায় উপজেলার কর্মধা ইউনিয়নের ইছাছড়া পুঞ্জিতে ইউনাইটেড কিংডম পরিবার (ইউকে) এর সার্বিক সহযোগিতায় খাসি স্টুডেন্ট ইউনিয়ন সিলেট এর উদ্যোগে এসব শীতবস্ত্র বিতরণ করা হয়। শীতবস্ত্র বিতরণকালে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইছাছড়া পুঞ্জির মন্ত্রী (পুঞ্জি প্রধান) জেনারেল ধার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কর্মধা ইউনিয়ন পরিষদের
সদস্য সিলভেস্টার পাঠাং।
মারকুস পাপাং এর সঞ্চালনায় বক্তব্য দেন, খাসি স্টুডেন্ট ইউনিয়ন সিলেটের সভাপতি আলিজ্যাক তাংসং, সাবেক সভাপতি লবিংসন পঃস্না, ফ্রেসিইয়ূস লামিন, কানিসা ধার, ডানিয়েল পডুওয়েং, জেসলিনা পলং, খাসি স্টুডেন্ট ইউনিয়ন সিলেটের প্রচার ও প্রকাশনা সম্পাদক সানডে পডুওয়েং প্রমুখ।