Definition (1):
লক্ষ্যসমূহ অর্জনের উদ্দেশ্যে পরিকল্পনা, সংগঠণ, কর্মচারী নিয়োগ, নির্দেশনা এবং নিয়ন্ত্রণের কার্যাবলীর প্রয়োগ সম্ভাব্য সবচেয়ে দক্ষ উপায়ে করাকে Management বা ব্যবস্থাপনা বলে।
Definition (2):
নির্দিষ্ট লক্ষ্যসমূহ অর্জনের জন্য একটি ব্যবসার কার্যাবলীর সংগঠণ এবং সমন্বয় সাধনকে ব্যবস্থাপনা বলা হয়।
Definition (3):
ম্যানেজমেন্ট হলো একটি সংগঠণের প্রশাসন, তা সে একটি ব্যবসা, একটি অলাভজনক সংগঠণ বা সরকারী সংগঠণই হোক না কেনো।